এখানেই শেষ নয়, শুভেন্দু আটক হওয়ার পর তাঁকে একের পর এক কটাক্ষ করেছেন কুণাল। বলেন, ''বিরোধী দলনেতা যুদ্ধ ঘোষণা করছিলেন। আস্ত আলুভাতে একটা। ছোট বেলায় বাবার দয়ায়, তারপর দিদির দয়ায় পদ পেয়েছে। যতগুলো ক্যামেরা তত সময় নার্ভ কাজ করল না। পুলিশ তুলে নিয়ে যাবে ভেবেছিল, এ তো দেখলাম হেঁটে হেঁটে লজ্জাবতী লতা হয়ে গাড়িতে উঠে গেল। আলুভাতে বিরোধী দলনেতার ভরসায় বিজেপি নেতারা লড়ছেন৷''
advertisement
আরও পড়ুন: অভিযানের শুরুতেই বাধায় শুভেন্দু, মমতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! আটক করল পুলিশ
কুণালের সংযোজন, ''সব মিলিয়ে দেখা গেল ৯১৮ জন৷ একটা ভীতু, কাপুরুষ, মেরুদন্ডহীন, ক্লীব নেতা। বিরোধী আন্দোলন কীভাবে হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখে শেখা উচিত ছিল। দিলীপ দা বললেন যেখানে আটকাবে সেখানেই বসব। শুভেন্দু অধিকারী কোথায় বসলেন। তিনিই চলে গেলেন। তিন মহিলা পুলিশ কর্মীই শেষ করে দিল। বিরোধী দলনেতার লড়াইয়ের যোগ্যতাই নেই। শুধু শুধু এ তো লোককে এনে হয়রানি। বিজেপি কর্মীরা জানুন, শুভেন্দুর বুকে নেই দম, ও খাবে চমচম।''
আরও পড়ুন: বিজেপির নবান্ন অভিযানে যাবেন, স্কুল বন্ধ রাখলেন প্রধান শিক্ষক! যা করলেন অভিভাবকরা...
বিজেপি কর্মীদের উদ্দেশ্যে কুণালের বার্তা, ''এদের ভরসায় রাজনীতি করবেন। বিজেপি কর্মীরা ভেবে দেখুন। আর যাত্রা পালার পটচুলা রাহুল হেঁটে উঠে গেল। লকেট চ্যাটার্জী মনে মনে চাইছিলেন এটা ফ্লপ করুক। তাই হয়েছে। বিপুল টাকা খরচ করেছিল বিজেপি এই নবান্ন অভিযানে৷ কোনও স্ট্যাট্রেজি তৈরি করতে পারেনি। দিলীপ দাকে জিজ্ঞাসা করছি, আপনি বলার পরেও শুভেন্দু বসল না। তার মানে দম নেই। ওর সঙ্গে লোক নেই।''