গত বুধবার জারি করা লোকসভা ও রাজ্যসভার বুলেটিন অনুসারে, আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা সংসদে বিশেষ অধিবেশনে সেই সিইসি বিল পেশ করবে কেন্দ্রীয় সরকার, যে বিলে দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইসি) এবং অন্য নির্বাচনী আধিকারিকদের (ইসি) নিয়োগের দায়িত্বপ্রাপ্ত প্যানেল থেকে ভারতের প্রধান বিচারপতিকে বাদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বিরোধীদের অভিযোগ, নির্বাচনী আধিকারিকদের নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল, এই বিল সরাসরি তার পরিপন্থী।
advertisement
এই বিলের বিরোধিতা করে সংশ্লিষ্ট নেতৃত্বকে এই বিলের প্রতিবাদ করার আর্জি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধিতার সেই সুরেই তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, ‘‘একদিকে আমরা সংসদে গণতন্ত্র উদযাপন করে বক্তৃতা করছি। আর অন্যদিকে, সেই একই বিশেষ অধিবেশনে ওরা (কেন্দ্রীয় সরকার) এই (সিইসি) বিল আনছে। যা একেবারেই অগণতান্ত্রিক। কারণ, ওরা জানে, ২০২৪ সালের আসন্ন নির্বাচনে (লোকসভা নির্বাচন) ওদের পরাজয় নিশ্চিত।’’
আরও পড়ুন, বার্থ সার্টিফিকেটই এখন থেকে ‘আসল’ নথি! জন্ম শংসাপত্র নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের
আরও পড়ুন, শহরে ফের মেট্রো বিভ্রাট, গিরিশ পার্ক থেকে ময়দান পর্যন্ত বন্ধ রইল মেট্রো পরিষেবা
তিনি আরও বলেন, ‘‘কোন উদ্দেশ্যে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হল, সেটা এখনও স্পষ্ট নয়। আমি একথা বলছি, কারণ, সংশ্লিষ্ট কর্মসূচির তালিকায় তারা একটি অত্যন্ত সন্দেহজনক বাক্য লিখে রেখেছে। তাতে বলা হয়েছে, এটিই সংশ্লিষ্ট কর্মসূচির পূর্ণাঙ্গ তালিকা নয়। ওরা যে কোনও নোংরা খেলা খেলতে পারে এবং শেষ মুহূর্তে কোনও কর্মসূচি তালিকায় সংযুক্ত করতে পারে।’’