TRENDING:

Voter List: I-PAC-র বিরাট পরিকল্পনা! ৮০ হাজারেরও বুথ নিয়ে হবে কাজ, ভূতুড়ে ভোটার ধরতে এবার ময়দানে তৃণমূল

Last Updated:

ইতিমধ্যেই পঞ্চায়েত ইলেক্টোরাল রোল সুপারভাইজার (PERS)/ ওয়ার্ড ইলেক্টোরাল রোল ভেরিফিকেশন সুপারভাইজার (WERS) এবং ব্লক ইলেক্টোরাল রোল সুপারভাইজার (BERS)/ টাউন ইলেক্টোরাল রোল ভেরিফিকেশন সুপারভাইজার (TERS) নিযুক্ত হয়ে গিয়েছে। তাঁদের প্রশিক্ষণও শুরু হয়ে গিয়েছে। এমনকি রাজ্যের বিভিন্ন জেলায় BLA-2 প্রশিক্ষণ শুরু হয়ে গেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: তৃণমূল কংগ্রেস এপ্রিলের মাঝামাঝি থেকে বর্ষব্যাপী ভোটার তালিকা যাচাই কর্মসূচি শুরু করতে চলেছে, যার মূল লক্ষ্য হবে ভূতুড়ে ভোটারদের ভোটার তালিকা থেকে বাতিল করা— এই সমস্যাটি সর্বপ্রথম প্রকাশ্যে আনেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ২৭ ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এর আগেও তিনি বাংলার ভোটার তালিকায় ভুয়ো ভোটার আমদানি নিয়ে আশঙ্কার কথা প্রকাশ করেছিলেন। এবার দলের তরফেই ভোটার তালিকা যাচাই প্রক্রিয়া শুরু করতে চলেছে তৃণমূল৷ এই কর্মসূচির সূচনালগ্নে অংশ নেবেন দলের শীর্ষ নেতৃত্ব।
News18
News18
advertisement

এই কর্মসূচি—যা রাজ্যের ৮০ হাজারেরও বেশি বুথকে অন্তর্ভুক্ত করবে—পরিচালিত হবে একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে, যা গোটা ভোটার যাচাই প্রক্রিয়াকে আরও কার্যকর ও সহজ করবে। BLA-2 কর্মীরা একটি দীর্ঘমেয়াদী ডোর-টু-ডোর সমীক্ষার ভিত্তিতে বর্তমান ভোটার তালিকা আপডেট করবেন। অ্যাপটি কেবলমাত্র তথ্যভিত্তিক নয়, এটি মতামত জানানোর প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে। এই অ্যাপের মাধ্যমে রিয়েল-টাইম ভোটার যাচাই, জিও-ট্যাগ করা আপডেট এবং গ্রাউন্ডে কর্মীদের সহজ উপায়ে রিপোর্ট জানানোর মাধ্যম হবে।

advertisement

আরও পড়ুন: খেতে পারবেন না, বাথরুমেও যেতে পারবেন না রেল চালকেরা! ‘অমানবিক সিদ্ধান্ত,’ ফুঁসছেন লোকো পায়লটদের একাংশ

ইতিমধ্যেই পঞ্চায়েত ইলেক্টোরাল রোল সুপারভাইজার (PERS)/ ওয়ার্ড ইলেক্টোরাল রোল ভেরিফিকেশন সুপারভাইজার (WERS) এবং ব্লক ইলেক্টোরাল রোল সুপারভাইজার (BERS)/ টাউন ইলেক্টোরাল রোল ভেরিফিকেশন সুপারভাইজার (TERS) নিযুক্ত হয়ে গিয়েছে। তাঁদের প্রশিক্ষণও শুরু হয়ে গিয়েছে। এমনকি রাজ্যের বিভিন্ন জেলায় BLA-2 প্রশিক্ষণ শুরু হয়ে গেছে।

advertisement

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ২৭ ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে, I-PAC স্টেকহোল্ডাররাও এই প্রশিক্ষণ প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন। অ্যাপটিতে থাকবে Reddit-এর মতো ইউজার ইন্টারঅ্যাকশন ফিচার এবং এর মাধ্যমে ভোটার তালিকা যাচাইয়ের আপডেট, ছবি ও ভিডিও এবং দলীয় কার্যকলাপ সংক্রান্ত তথ্য শেয়ার করা যাবে।

আরও পড়ুন: একটা গোটা পরিবার..মা-বাবার সঙ্গে ৩ ফুটফুটে বাচ্চাও শেষ! নিউ ইয়র্কে হাডসন নদীতে ভেঙে পড়ল কপ্টার, মৃত্যু সিয়েমেনের CEO-র

advertisement

এই কর্মসূচি চলবে আগামী বছরের, রাজ্য বিধানসভা নির্বাচনের প্রস্তুতির পূর্ব পর্যন্ত। এটি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১৫ মার্চের ভার্চুয়াল বৈঠকে দেওয়া নির্দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সেই বৈঠকে তিনি বলেন, এই সংশোধন প্রক্রিয়া বছরভর চলা উচিত, কারণ মহারাষ্ট্র ও দিল্লির মতো রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচনের ঠিক আগে ভুয়ো ভোটার ঢুকিয়ে ভোট করানোর ঘটনা ঘটেছে

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Voter List: I-PAC-র বিরাট পরিকল্পনা! ৮০ হাজারেরও বুথ নিয়ে হবে কাজ, ভূতুড়ে ভোটার ধরতে এবার ময়দানে তৃণমূল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল