এই কর্মসূচি—যা রাজ্যের ৮০ হাজারেরও বেশি বুথকে অন্তর্ভুক্ত করবে—পরিচালিত হবে একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে, যা গোটা ভোটার যাচাই প্রক্রিয়াকে আরও কার্যকর ও সহজ করবে। BLA-2 কর্মীরা একটি দীর্ঘমেয়াদী ডোর-টু-ডোর সমীক্ষার ভিত্তিতে বর্তমান ভোটার তালিকা আপডেট করবেন। অ্যাপটি কেবলমাত্র তথ্যভিত্তিক নয়, এটি মতামত জানানোর প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে। এই অ্যাপের মাধ্যমে রিয়েল-টাইম ভোটার যাচাই, জিও-ট্যাগ করা আপডেট এবং গ্রাউন্ডে কর্মীদের সহজ উপায়ে রিপোর্ট জানানোর মাধ্যম হবে।
advertisement
ইতিমধ্যেই পঞ্চায়েত ইলেক্টোরাল রোল সুপারভাইজার (PERS)/ ওয়ার্ড ইলেক্টোরাল রোল ভেরিফিকেশন সুপারভাইজার (WERS) এবং ব্লক ইলেক্টোরাল রোল সুপারভাইজার (BERS)/ টাউন ইলেক্টোরাল রোল ভেরিফিকেশন সুপারভাইজার (TERS) নিযুক্ত হয়ে গিয়েছে। তাঁদের প্রশিক্ষণও শুরু হয়ে গিয়েছে। এমনকি রাজ্যের বিভিন্ন জেলায় BLA-2 প্রশিক্ষণ শুরু হয়ে গেছে।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ২৭ ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে, I-PAC স্টেকহোল্ডাররাও এই প্রশিক্ষণ প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন। অ্যাপটিতে থাকবে Reddit-এর মতো ইউজার ইন্টারঅ্যাকশন ফিচার এবং এর মাধ্যমে ভোটার তালিকা যাচাইয়ের আপডেট, ছবি ও ভিডিও এবং দলীয় কার্যকলাপ সংক্রান্ত তথ্য শেয়ার করা যাবে।
এই কর্মসূচি চলবে আগামী বছরের, রাজ্য বিধানসভা নির্বাচনের প্রস্তুতির পূর্ব পর্যন্ত। এটি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১৫ মার্চের ভার্চুয়াল বৈঠকে দেওয়া নির্দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সেই বৈঠকে তিনি বলেন, এই সংশোধন প্রক্রিয়া বছরভর চলা উচিত, কারণ মহারাষ্ট্র ও দিল্লির মতো রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচনের ঠিক আগে ভুয়ো ভোটার ঢুকিয়ে ভোট করানোর ঘটনা ঘটেছে