Mumbai Attack 26/11: আমেরিকা থেকে ভারতে মুম্বই হামলার জঙ্গি! কে এই তাহাউর রানা? কোথায় রাখা হবে তাকে...সব ছকে ফেলেছে NIA
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
০১১ সালে তাহাউর রানা, ডেভিড হেডলে-সহ আরও ৬ জনের বিরুদ্ধে ভারতে সন্ত্রাসবাদী হামলা চালানো ও চক্রান্ত করার অভিযোগে চার্জশিট ফাইল করে ভারতীয় তদন্তকারী সংস্থা এনআইএ৷
advertisement
advertisement
advertisement
advertisement
চার্জশিটের সপক্ষে তাহাউরের বিরুদ্ধে ১৩৪ জনের সাক্ষ্য, ২১০ নথি অবং ১০৬টি ইমেল প্রমাণ স্বরূপ দেওয়া হয়৷ সেই ইমেলের মধ্যে এমন ই-মেলেও ছিল, যেখানে মুম্বই হামলা চালানোর পরে ডেভিড হিডলের স্ত্রী তাঁকে ‘অভিনন্দন’ জানিয়েছিল এবং বলেছিল, ‘তিনি সারা দিন শো (মুম্বই হামলার ব্রডকাস্ট) দেখেছেন৷’ মুম্বই হামলার অন্যতম চক্রী ডেভিড হেডলির সঙ্গে একটানা যোগাযোগ রেখে যাচ্ছিল তাহাউর রানা৷
advertisement
advertisement
advertisement
এনআইএ-র ধারণা, মুম্বই হামলা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ খবরাখবর ছিল তাহাউর রানার কাছে৷ হামলার এক সপ্তাহ আগেই স্ত্রী সমরাথ রানা আখতারকে নিয়ে ২০০৮ সালের ১৩-২১ নভেম্বরের মধ্যে হাপুর, দিল্লি, আগ্রা, কোচি, আহমেদাবাদ এবং মুম্বইয়ে রেকি করেছিল রানা৷ কেন এতগুলো জায়গায় তাহাউর গিয়েছিল, সেটা তার কাছ থেকে জানতে চায় এনআইএ৷