TRENDING:

TMC Organizational Election: তৃণমূলের ভোট দেখতে বাম- কংগ্রেস নেতাদের আমন্ত্রণ, ব্রাত্য বিজেপি

Last Updated:

পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, সৌজন্য দেখিয়েই অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরও নেতাজি ইন্ডোরে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল (TMC Organizational Election)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তৃণমূলের নির্বাচনে বাম নেতাদের আমন্ত্রণ৷
তৃণমূলের নির্বাচনে বাম নেতাদের আমন্ত্রণ৷
advertisement

তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এ দিন জানান, দলের নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে থাকার বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে৷ পাশাপাশি দিল্লি, হরিয়ানা, ত্রিপুরা, মেঘালয়,গোয়ার দলীয় নেতৃত্বদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে৷ এর পাশাপাশি বিধায়ক, সাংসদ, জেলার কোর কমিটির সদস্যরা থাকবেন৷ থাকবেন তৃণমূলের রাজ্য কমিটির পদাধিকারী, প্রাক্তন সাংসদরাও৷

আরও পড়ুন: বাজেটে সাধারণ মানুষের প্রাপ্তি শূন্য, কড়া প্রতিক্রিয়া দিলেন মমতা

advertisement

পার্থবাবু জানিয়েছেন, সৌজন্য দেখিয়েই অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরও নেতাজি ইন্ডোরে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ পার্থবাবু জানিয়েছেন সিপিএম নেতা বিমান বসু, সুখেন্দু পানিগ্রাহি, ফরওয়ার্ড ব্লকের হাফিজ আলম সৈরানীদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি৷ সিপিআইএম (এল)-এর দীপঙ্কর ভট্টাচার্য বিহারে রয়েছেন৷ ফলে তিনি উপস্থিত থাকতে পারবেন না৷

advertisement

আরও পড়ুন: ব্লক হয়ে বিরতি নেই, এবার মুখ্যমন্ত্রীকে পাঠানো হোয়াটস্অ্যাপ বার্তা ট্যুইট করলেন রাজ্যপাল

এসইউসিআই-এর চণ্ডী ভট্টাচার্যও অন্য কাজে ব্যস্ত রয়েছেন৷ কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যকেও আমন্ত্রণ জানানো হয়েছিল৷ তবে সংসদ চলায় তিনিও দিল্লিতে রয়েছেন৷ তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় অবশ্য স্পষ্ট জানিয়েছেন, বাম- কংগ্রেস নেতাদের আমন্ত্রণ জানানো হলেও বিজেপি-র কোনও নেতাকেই ডাকা হয়নি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

মঙ্গলবার সকাল ১১টা থেকে তৃণমূলের সাংগঠনিক ভোটের নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে৷ বিকেল চারটে নাগাদ হবে ফল ঘোষণা৷ সবমিলিয়ে প্রায় ১৫০০ পর্যবেক্ষক থাকছেন ভোটে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Organizational Election: তৃণমূলের ভোট দেখতে বাম- কংগ্রেস নেতাদের আমন্ত্রণ, ব্রাত্য বিজেপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল