আরও পড়ুন: ‘বিয়ে করলে শুধু কাকুকেই করব’! কাকুর গলায় মালা দিয়ে কী বললেন নিজের ভাইঝি?
আরজি করের ঘটনার দ্রুত বিচার চেয়ে অভিষেক বলেন, “১৪ তারিখ বাংলার মেয়েরা রাত দখলের ডাক দিয়েছিল, আমরা সেই লড়াইকে সম্মান জানাই”৷ আরজি কর মামলা পুলিশের হাত থেকে গিয়েছে সিবিআইয়ের হাতে। তাই মামলার অগ্রগতি এবং দ্রুত বিচার নিয়ে সিবিআইকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
advertisement
আরও পড়ুন: বিহারে চোর সন্দেহে যুবককে বেঁধে গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ঢুকিয়ে দেওয়ার অভিযোগ
শুধু তাই নয়, আরজি কর আন্দোলনকে দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমরা সবাই বিচার চাই৷ আরজি কর আন্দোলন দিল্লি পর্যন্ত নিয়ে যাব৷ আমি কথা রাখার ছেলে৷ শুরু তুমি করেছ, শেষ আমরা করব”। অর্থাৎ আরজি কর কাণ্ড নিয়ে আগামী দিনে আরও বড় অন্দোলন করতে পারে তৃণমূল। বিচারের দাবিতে সিবিআইয়ের উপরে চাপও বাড়াবে রাজ্যের শাসক দল।
