সুব্রত বক্সির নেতৃত্বে তৃণমূলের রাজ্য নির্বাচনী কমিটির ২২ জনের বৈঠক হল তৃণমূল ভবনে। অভিষেকের সফরের পাশাপাশি শীর্ষ নেতারা বিভিন্ন জেলার জোনাল ইলেকশন কমিটি গুলোর সঙ্গে যোগাযোগ রাখবেন। জেলা সফর করবেন। তবে প্রার্থী বাছাই এর কোনও দায়িত্ব পালন করবেন না। বৈঠকে ফিরহাদ হাকিম মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর বীরভূমের দায়িত্বে থাকবেন। সহ দায়িত্বে নিয়ে আসা হয়েছে নাদিমুল হককে। মালা রায় ও প্রসূন বন্দ্যোপাধ্যায়কে হাওড়া জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।
advertisement
অরূপ বিশ্বাসকে উত্তরবঙ্গ ও হুগলি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। মানস ভুঁইয়া দায়িত্বে পূর্ব পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার দায়িত্ব পালন করবেন সুব্রত বক্সি। জেলা নেতাদের নিয়ে যে জোনাল কমিটি তৈরি হয়েছে গ্রাম বাংলার মতামত অভিযান কে ঘিরে, শীর্ষ এই ২২ নেতা যোগাযোগ রাখবেন।
আরও পড়ুন, আর মাত্র দেড় মাস! বিরল অবস্থানে যাচ্ছে শনি, ৫ রাশি এখনই সতর্ক হয়ে যান
আরও পড়ুন, ভুলেও এই কাজ করবেন না! PNB গ্রাহকদের জন্য বিরাট সতর্কতা জারি ব্যাঙ্কের, এখনই জানুন
কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দায়িত্ব দেওয়া হয়েছে অরূপ বিশ্বাস, বুলুচিক বরাইক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অর্পিতা ঘোষ, বিবেক গুপ্ত।
দুই দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূমের দায়িত্বে ফিরহাদ হাকিম ও নাদিমুল হক হাওড়ার দায়িত্বে থাকবেন মালা রায়।
