আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হয়ে যাবে বোর্ড গঠন। তার আগেই নয়া মুখের সন্ধান শাসক দলের অন্দরে। স্থানীয় স্তরের নির্বাচনে মহিলাদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণের আইন আগেই নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো ৫০ শতাংশ সংরক্ষণ তো থাকছেই, সঙ্গে আরও বেশি পদে মহিলাদের আনতে চাইছে তৃণমূল।
আরও পড়ুন– রাশিফল ৩১ জুলাই; দেখে নিন কেমন যাবে আজকের দিন
advertisement
রাজ্যে ২২টি জেলা পরিষদ, কয়েকশো পঞ্চায়েত সমিতি ও তিন হাজারেরও বেশি গ্রাম পঞ্চায়েত রয়েছে। সেক্ষেত্রে আইন অনুযায়ী, ৫০ শতাংশ জায়গায় জেলা পরিষদ, সমিতি ও পঞ্চায়েতের মাথায় তো মহিলারা বসছেনই। সঙ্গে আরও বেশি আসনে পদাধিকারী হিসেবে দায়িত্ব পেতে চলেছেন মহিলারা। একুশের বিধানসভা ভোটে মহিলা ভোটব্যাঙ্কের ব্যাপক সমর্থন পেয়েছে তৃণমূল শিবির। পঞ্চায়েতেও মহিলা ভোটব্যাঙ্কের সিংহভাগ তৃণমূলের পক্ষেই গিয়েছে। তাই কি এবার লোকসভা ভোটের আগে মহিলা ব্রিগেডকে আরও মজবুত করতে চাইছে রাজ্যের শাসক শিবির।
আরও পড়ুন- মাত্র ১ মাসেই কমবে ১০ কেজি! এই সহজ উপায় মেনে চললে তরতরিয়ে ঝরবে ওজন
নারী ক্ষমতায়নের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে রাজ্য। যেমন মেয়েদের শিক্ষার জন্য কন্যাশ্রী প্রকল্প, যা ইতিমধ্যেই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। তাছাড়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মাসে মাসে মহিলাদের কাছে টাকা পৌঁছে দেওয়া। রয়েছে রূপশ্রী, বার্ধক্য ভাতার মতো প্রকল্পগুলিও।
পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের নবজোয়ার কর্মসূচী করতে গিয়ে বিভিন্ন জেলা থেকে একাধিক নতুন মুখকে নিয়ে এসেছে সামনে শাসক দল৷ এদের একাধিক জন ভোটে লড়েছেন৷ অনেকে আবার সংগঠনের কাজ করছেন৷ এর মধ্যে প্রচুর মহিলা মুখ রয়েছে। তাদের এবার বেশি করে গুরুত্ব দিতে চলেছে শাসক দল। গত বিধানসভা ভোটে তৃণমূলের ভালো ফলের পেছনে মনে করা হচ্ছে মহিলা ভোটারদের একটা বড় ভূমিকা ছিল। সেই ভোট ব্যাঙ্ক পঞ্চায়েতেও বজায় আছে বলে দাবি করছে শাসক দল। এবার লোকসভাতেও সেটা বজায় রাখতে চাইছে শাসক দল।