আগামী উনতিরিশ তারিখ মহাজাতি সদনে প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর সর্বদল স্মরণসভা। সেই স্মরণসভায় ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে বাম-কংগ্রেসকে। কথা ছিল সোমবার আমন্ত্রণ জানাতে মুখ্যমন্ত্রীর কাছে যাবেন বিজেপি নেতারা। তার আগেই রবিবার তাদের ধাক্কা দিলেন তৃণমূল কংগ্রেসের মহা-সচিব পার্থ চট্টোপাধ্যায়। সাফ জানিয়ে দিলেন স্মরণসভায় তাঁরা যাবেন না। কারণ, সম্প্রতি কেন্দ্রীয় স্তরে প্রয়াত প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী দিল্লিতে বিজেপির উদ্যোগে স্মরণসভায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি ছিলেন ডেরেক ও’ব্রায়েন। তাই রাজ্যস্তরে বিজেপির ডাকে সাড়া দেওয়ার কোনও প্রশ্নই নেই।
advertisement
আরও পড়ুন: সম্প্রীতির উৎসব রাখি নিয়েও রাজনীতি করছে তৃণমূল, কটাক্ষ দিলীপ ঘোষের
রাজনৈতিক মহলের দাবি, দু’হাজার উনিশের লোকসভা ভোটের আগে রাজ্যে যে অটল হাওয়া তুলতে চেয়েছিল বিজেপি, তা তৃণমূলের না-এ কার্যত ধাক্কা খেল। অস্থি ভাষাণকে কেন্দ্র করে যে প্রচার দিলীপ ঘোষরা শুরু করেছিলেন, তাতে কার্যত জল ঢেলে দিল তৃণমূল কংগ্রেস। ওয়াকিবহাল মহলের মতে, রাজ্যের বিজেপি নেতারা ভুলে গিয়েছিলেন দিল্লির সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাধ্যবাদকতার ফারাকটা। তাই তৃণমূলের এই সিদ্ধান্তের পর এখন চাপে রাজ্য বিজেপি সভাপতি। তৃণমূল তাদের অবস্থান জানিয়ে দেওয়ার পরেও সোমবার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে যাবেন বিজেপি নেতারা। সেক্ষেত্রে বিজেপি প্রচার করতে পারে, রাজনৈতিক সৌজন্য দেখাল না তৃণমূল কংগ্রেস।