সম্প্রীতির উৎসব রাখি নিয়েও রাজনীতি করছে তৃণমূল, কটাক্ষ দিলীপ ঘোষের

Last Updated:
#কলকাতা: আজ পবিত্র রাখি উৎসব ৷ সকাল থেকেই সাজো সাজো রব সর্বত্র ৷ সেই খুশির আমেজ ধরা পড়েছে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়েও ৷ দলের মহিলাকর্মীরা তাদের সহকর্মীদের হাতে রাখি পরিয়ে দিচ্ছেন । নিজেদের মধ্যে ভালবাসা এবং সম্প্রীতির বন্ধনকে মজবুত করলেন তারা । তবে, তৃণমূলের রাখিবন্ধন উৎসবের পিছনে নাকি রয়েছে শুধুই রাজনীতি । এমনটাই দাবি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ৷
দিলীপ ঘোষের দাবি,
সম্প্রীতির উৎসব নিয়েও রাজনীতি করছে রাজ্যের শাসক দল ৷ রাখি একটা সাংস্কৃতিক উৎসব ৷ লোকদেখানো রাখিবন্ধন বন্ধ হোক ৷ প্রকৃত সম্প্রীতি রক্ষা করুক তৃণমূল ৷ পঞ্চায়েতে বিরোধী বোর্ড আটকাতে সন্ত্রাস করছে তৃণমূল ৷
advertisement
গত শুক্রবার পঞ্চায়েত মামলার জট কেটেছে ৷ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাওয়া আসনগুলিতে ফল ঘোষণা করা হবে ৷ আলাদা করে ভোট করার কোনও প্রয়োজন নেই ৷ দেশের সর্বোচ্চ আদালতের রায় রাজ্য সরকারের তরফে যাওয়ার পর থেকেই ফের অশান্তি শুরু হয় জেলায় জেলায় ৷ এই হামলার জন্য বিজেপি কাঠগড়ায় তুলেছে তৃণমূলকেই ৷ এর পাশাপাশি সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেও আদালতে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে বিজেপি ৷ পঞ্চায়েত বোর্ড গঠন সন্ত্রাসমুক্ত করার দাবিতে ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি ৷ তাদের অভিযোগ, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধীদের বোর্ড গঠনে বাধা দিচ্ছে তৃণমূল ৷
advertisement
তবে, রাখিবন্ধন অনুষ্ঠানের দিন বিজেপির এসমস্ত অভিযোগে পাত্তা দিতে নারাজ তৃণমূলের নেতা নেত্রীরা ৷ রাখি উপলক্ষ্যে আজ সকাল থেকেই সাজো সাজো রব তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ৷ আজ সকালেই সেখানে হাজির হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম-সহ আরও বেশ কয়েকজন দলের শীর্ষস্থানীয় নেতারা ৷ তাঁদের হাতে রাখি পড়িয়ে দিচ্ছেন দলেরই মহিলা কর্মীরা ৷ আজকের দিনটা সম্প্রীতির উৎসব হিসেবেই উদযাপন করছেন তৃণমূলের দলের শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
সম্প্রীতির উৎসব রাখি নিয়েও রাজনীতি করছে তৃণমূল, কটাক্ষ দিলীপ ঘোষের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement