TRENDING:

TMC Delhi Protest: ট্রেনের পর প্লেন বাতিলের অভিযোগ! কেন্দ্রের বিরুদ্ধে আঙুল তুলে কটাক্ষ তৃণমূলের

Last Updated:

TMC Delhi Protest: ট্রেনের পরে এবার প্লেন বাতিলের অভিযোগ তুলল তৃণমূল। এদিন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন একটি ট্যুইট করেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ট্রেনের পরে এবার প্লেন বাতিলের অভিযোগ তুলল তৃণমূল। এদিন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন একটি ট্যুইট করেন। সেখানে তিনি জানান, “প্রথমে তারা দিল্লি যাওয়ার জন্য ট্রেন বাতিল করেছে। এখন একটি প্লেনও বাতিল করা হয়েছে। যতই ওরা চেষ্টা করুক, আমরা যাবই।” ট্যুইট করে একই অভিযোগ তুলেছেন আরেক তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।
কেন্দ্রের বিরুদ্ধে আঙুল তুলে কটাক্ষ তৃণমূলের
কেন্দ্রের বিরুদ্ধে আঙুল তুলে কটাক্ষ তৃণমূলের
advertisement

প্রসঙ্গত, দিল্লির কর্মসূচির জন্য ট্রেনে করে তৃণমূল কর্মীদের দিল্লি নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু পূর্ব রেলের তরফে সেই ট্রেন দেওয়া হয়নি। ট্রেন না পেয়ে এ বার দিল্লির অভিযানে বাসে করে যাচ্ছে তৃণমূল। মোট ৫০টি বাস নির্দিষ্ট করা হয়েছে এর জন্য৷ এই বাসে করেই নেতা-সমর্থকরা পৌঁছবেন দিল্লিতে।

advertisement

সেই বাসের যাত্রা পথে দিল্লিতে পৌঁছবেন জব কার্ড হোল্ডাররা। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন না কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। এর পাশাপাশি প্লেনেও বেশ কিছু তৃণমূল নেতার যাওয়ার কথা ছিল। কিন্তু সেই বিমান বাতিল করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের।

advertisement

প্রাথমিক ভাবে খবর পাওয়া গিয়েছে আসানসোল, ধানবাদ থেকে আগ্রা হয়ে দিল্লি পৌঁছবে বাসটি। দিল্লিতে বেশ কিছু অতিথিশালা ও পান্থনিবাসগুলিতে তৃণমূলের সভ্যসমর্থকদের থাকার বন্দোবস্ত করা হচ্ছে। রবিবার দিল্লিতে সকালেই পৌঁছে যাচ্ছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বও। সেখানেই চূড়ান্ত হবে আন্দোলনের রূপরেখা।

আরও পড়ুন, দিল্লি যাত্রায় বাস প্রতি কত খরচ? কী কী জানাচ্ছেন বাস মালিকরা

advertisement

আরও পড়ুন, এখনই বাতিল হচ্ছে না ২০০০ টাকা, নোট বদলানোর সময়সীমা বাড়াল RBI

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

অন্যদিকে, আগামীকাল রাত ৮ টায় দিল্লিতে তৃণমূল সাংসদ সৌগত রায়ের বাড়িতে দলের বৈঠক তৃণমূল শীর্ষ নেতৃত্বের। সেই বৈঠকে উপস্থিত থাকবেন দলের সাংসদ, মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী ও বিধায়করা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে সভাপতিত্ব করবেন বলে খবর। দলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন সাংসদদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Delhi Protest: ট্রেনের পর প্লেন বাতিলের অভিযোগ! কেন্দ্রের বিরুদ্ধে আঙুল তুলে কটাক্ষ তৃণমূলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল