2000 rupees note: এখনই বাতিল হচ্ছে না ২০০০ টাকা, নোট বদলানোর সময়সীমা বাড়াল RBI

Last Updated:

শনিবার ৩০ সেপ্টেম্বর রিজার্ভ ব্যাঙ্ক একটি বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ে জানিয়েছে ৷

কলকাতা: আপনার কাছে রয়ে গিয়েছে ২০০০ টাকার নোট ? চিন্তা করার দরকার নেই ৷ কারণ এখনই বাতিল হচ্ছে না ২০০০ টাকার নোট ৷ বাড়ানো হচ্ছে ২০০০ টাকা নোট বদলানোর সময়সীমা ৷ শনিবার ৩০ সেপ্টেম্বর রিজার্ভ ব্যাঙ্ক একটি বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ে জানিয়েছে ৷
৭ অক্টোবর পর্যন্ত নোট বদলানোর সময় বাড়ানো হল ৷ এরপরও যদি কারোর কাছে ২০০০ টাকা নোট থেকে যায় সেটা ব্যাঙ্কে না তো জমা করা যাবে না বদলানো যাবে ৷ সেগুলি রিজার্ভ ব্যাঙ্কের ১৯টি আঞ্চলিক অফিস থেকে বদলানো যেতে পারে ৷ তবে একবারে ২০,০০০ টাকার বেশি নোট বদলানো যাবে না ৷
advertisement
advertisement
আরবিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগের মতোই ২০০০ টাকার নোট বৈধ থাকবে ৷ অর্থাৎ আপাতত লেনদেনের জন্য ২০০০ টাকার নোট ব্যবহার করা যাবে ৷
রিজার্ভ ব্যাঙ্ক আরও জানিয়েছে, এখনও পর্যন্ত ৯৬ শতাংশ ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা পড়েছে ৷
advertisement
ক্লিন নোট নীতির আওতায় ১৯ মে বাজার থেকে ২ হাজার টাকার নোট প্রত্যাহারের ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্ক। বিবৃতিতে আরবিআই জানায়, ‘ক্লিন নোট পলিসির আওতায় ২ হাজার টাকার নোট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে’। এই বিবৃতিতে ব্যাঙ্কগুলোকে ২ হাজার টাকার নোট ইস্যু করতে বারণ করা হয়। পাশাপাশি আমজনতাকে ২ হাজার টাকার নোট বদল বা জমা দেওয়ার জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
2000 rupees note: এখনই বাতিল হচ্ছে না ২০০০ টাকা, নোট বদলানোর সময়সীমা বাড়াল RBI
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement