TRENDING:

Tmc on Partha Chatterjee: মুখপাত্র কুণাল ঘোষকে সেন্সর, পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে বড় পদক্ষেপ তৃণমূলের! দূরত্ব বাড়ানোর কৌশল?

Last Updated:

Tmc on Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে এবার তৃণমূল কংগ্রেস সেন্সর করল মুখপাত্র কুণাল ঘোষকে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে দলের তরফে কোনও মন্তব্য করতে রাজি নয় তৃণমূল কংগ্রেস! রাজনৈতিক মহলের ধারণা পার্থ ইস্যুতে দূরত্ব বাড়াচ্ছে বাংলার শাসক দল। তাই পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে সেন্সর করা হল দলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে৷ প্রসঙ্গত, গত পরশুই পার্থ চ্যাটার্জি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন কুণাল ঘোষ। তিনি উল্লেখ করেছিলেন," আমার বিরুদ্ধে প্রথম থেকে ষড়যন্ত্র করেছিলেন। আমাকে বলেছিলেন খুঁচিয়ে পাগল। পার্থ চট্টোপাধ্যায়কে আশা করব, জেল কর্তৃপক্ষ যেন নিয়ম পালন করে৷ হাসপাতালে নয়, সেলে রাখতে হবে। সুবিধা পেলে আমি ব্যবস্থা নেব৷ যারা  আমার বিরুদ্ধে চক্রান্ত করেছেন তাদের একই হাল হবে। আমি বেঁচে থেকে দেখে যাব।"
কুণাল ঘোষকে সেন্সর!
কুণাল ঘোষকে সেন্সর!
advertisement

এই মন্তব্য নিয়ে আলোড়ন পরে যায় রাজনৈতিক মহলে। যদিও পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে এই কথাগুলো তিনি ব্যক্তিগত স্থান থেকে বলেছিলেন, কোনও রাজনৈতিক পদের জায়গা থেকে নয় তা তিনি জানিয়ে দেন। সূত্রের খবর, দল এর পরেই গোটা বিষয়টি নিয়ে চুপ থাকতে বলে কুণাল ঘোষকে৷ তাই পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে একাধিক প্রশ্ন করা হলেও কোনও মন্তব্য করতে রাজি নন কুণাল ঘোষ।

advertisement

আরও পড়ুন: কেন এমন মারাত্মক ঘটনা ঘটালেন? পুলিশের গাড়িতেই জানিয়ে দিলেন যাদুঘরের সেই জওয়ান

পার্থ চট্টোপাধ্যায়  ইস্যুতে এর আগে বিস্ফোরক ছিলেন বিধানসভার উপ মুখ্য সচেতক তাপস রায়।  সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তাপস রায় জানিয়েছিলেন, ‘‘ষড়যন্ত্র, ষড়যন্ত্র না বলে, ও তদন্তকারী সংস্থা বা আদালতের সামনে তা বলে দিচ্ছে না কেন। আসলে ও সারাজীবন অনেক ষড়যন্ত্রের সঙ্গে নিজেই যুক্ত ছিল বলে এখানে ষড়যন্ত্রের ভূত দেখছে।’’প্রসঙ্গত, সংবাদমাধ্যমের সামনে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, অর্পিতা মুখোপাধ্যায়ের হেফাজত থেকে উদ্ধার হওয়া টাকা তাঁর নয়৷ এমনও দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে ৷

advertisement

আরও পড়ুন: তৈরি হচ্ছে নিম্নচাপ, বাংলার উপকূলে সতর্কতা, আসছে বৃষ্টি! আবহাওয়ায় বড় বদল

সূত্রের খবর, গত কয়েকদিন পার্থ চট্টোপাধ্যায়কে কয়েক ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা ৷ জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীরা পার্থ চট্টোপাধ্যায়কে বলেন, ‘‘অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে বিপুল অঙ্কের টাকা পাওয়া গিয়েছে, আপনি জানেন?’’ জবাবে প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, 'হ্যাঁ, শুনেছি৷ এর পরেই ইডি-র তরফে প্রশ্ন করা হয়, 'এটা কি আপনার টাকা?' জবাবে পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, ওই টাকা তার নয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পাল্টা ইডি আধিকারিকরা প্রশ্ন করেন, 'তাহলে টাকা কার?' এবারেও সংক্ষিপ্ত জবাব দিয়ে পার্থ বলেন, 'বলতে পারব না৷' টাকার  মালিকানা নিয়ে প্রশ্নের সদুত্তর না পেয়ে পার্থর তোলা ষড়যন্ত্রের অভিযোগ নিয়েই তাঁকে প্রশ্ন করেন ইডি কর্তারা৷ মেডিক্যাল টেস্ট করাতে নিয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমের সামনে পার্থ দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Tmc on Partha Chatterjee: মুখপাত্র কুণাল ঘোষকে সেন্সর, পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে বড় পদক্ষেপ তৃণমূলের! দূরত্ব বাড়ানোর কৌশল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল