West Bengal Weather: তৈরি হচ্ছে নিম্নচাপ, বাংলার উপকূলে সতর্কতা, আসছে বৃষ্টি! আবহাওয়ায় বড় বদল
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal Weather: উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকার ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার কথা জানিয়েছে হাওয়া অফিস।
#কলকাতা: রবিবার বঙ্গোসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হবে। পশ্চিমবঙ্গের উপকূলেও এর প্রভাব পড়বে। সোমবার থেকে মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আর দু-এক ঘণ্টার মধ্যেই দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে আসতে চলেছে বৃষ্টি।
advertisement
advertisement
ওড়িশা ও বাংলা উপকূলের মাঝে এটি স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা। ওড়িশা রাজ্যের সঙ্গে সঙ্গে বাংলাতেও এর প্রভাব পড়বে বলে অনুমান আবহাওয়াবিদদের। নিম্নচাপের জন্য মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা। ওড়িশা, বাংলা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে জারি থাকবে লাল সতর্কতা।
advertisement
পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের সোমবার থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপের ছেড়ে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। যারা সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন তাদের রবিবার দিনের মধ্যে উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
advertisement
ওড়িশা উপকূলের এই নিম্নচাপ বাংলাতে প্রভাব ফেললেও দক্ষিণবঙ্গ জুড়েই ভারী বৃষ্টি হবে এমনটা নয়। মূলত উপকূল উপকূল সংলগ্ন জেলাগুলিতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর এর আবহাওয়াবিদরা যা অনুমান করছেন তাতে সব থেকে বেশি বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা এই দুই জেলায়। মঙ্গলবার থেকে বুধবার এই এ দুদিন বৃষ্টি বেশি হবার সম্ভাবনা দক্ষিণবঙ্গে।