“খেলা হবে দিবসের সূচনা”, নিজের ছবির ক্যাপশনে লিখেছেন মহুয়া মৈত্র। চোখে সানগ্লাস আর পরণে শাড়ি, সঙ্গে সজোরে লাথ ফুটবলে। সাংসদ নেত্রীর ‘খেলা হবে’ ছবি এখন ভাইরাল।
আরও পড়ুন- সোপিয়ানের আপেল বাগানে ২ কাশ্মীরি পণ্ডিত ভাইকে সন্ত্রাসবাদীদের গুলি, মৃত ১
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই দিন উপলক্ষ্যে তরুণ প্রজন্মের আরও বেশি অংশগ্রহণের আশা করছেন তিনি।
‘খেলা হবে’! এই শব্দবন্ধটি গত বছরের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ‘ক্যাচলাইন’ ছিল। বিজেপিকে হারিয়ে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আসার মূলে তৃণমূলের রণহুঙ্কার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ‘খেলা হবে’।
গত বছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, এবার থেকে ১৬ অগাস্ট ‘খেলা হবে দিবস’ হিসাবে পালন করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই রাজ্যজুড়ে 'খেলা হবে' দিবস পালিত হয় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে। মূল অনুষ্ঠানটি হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে ক্রীড়া দফতরের রাষ্ট্রমন্ত্রী মনোজ তিওয়ারি-সহ বিভিন্ন স্তরের মানুষজন অংশ নেন এদিনের অনুষ্ঠানে।
আরও পড়ুন- গর্বের কলকাতা বিশ্ববিদ্যালয়! পিএইচডি ডিগ্রি করানোয় সারা ভারতে ২য় স্থানে CU
রাজ্য সরকারের উদ্যোগে ‘খেলা হবে’ দিবস শুধুমাত্র নেতাজি ইন্ডোর স্টেডিয়ামই নয়, রাজ্যের ৩৪৫ টি ব্লক, ১১৯ টি পুরসভা, ৬ টি পুরনিগম , কলকাতা পুরসভা এলাকার ১৪৪ টি ওয়ার্ড, ২৩ টি জেলা সদর, জিটিএ এবং আইএফএ অনুমোদিত ক্লাব ও সংস্থায় একযোগে পালিত হয় নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে।