TRENDING:

TMC Candidate List: রাজ্যসভায় ৩ নতুন মুখ, ৩ পুরনো! তৃণমূলের প্রার্থী তালিকায় বাদ গেলেন কারা? দেখুন

Last Updated:

TMC Candidate List: আগামী ১৮ আগস্ট মেয়াদ শেষ হচ্ছে বাংলার ছয় সাংসদের৷ সেই তালিকায় ছিলেন ডেরেক ও ব্রায়েন, সুখেন্দু শেখর রায়, দোলা সেন, শান্তা ছেত্রী, সুস্মিতা দেব। ছিলেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : রাজ্যসভায় তিন পুরনো মুখে ভরসা রাখল তৃণমূল কংগ্রেস। ফের মনোনয়ন দেওয়া হল ডেরেক ও ব্রায়েন, সুখেন্দু শেখর রায় ও দোলা সেনকে। বাদ গেল দুই সাংসদ সুস্মিতা দেব ও শান্তা ছেত্রী৷ নিয়ে আসা হল তিন নতুন মুখকে।
রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী মুখ কারা?
রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী মুখ কারা?
advertisement

তালিকায় রয়েছেন সাকেত গোখলে। যিনি তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র। আনা হল বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি সামিরুল ইসলামকে। মনোনয়ন দেওয়া হল আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রকাশ চিক বরাইককে।

আরও পড়ুন: বড় সুখবর! অবিবাহিতরাও পাবেন পেনশন! মাসে মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে হাজার হাজার টাকা

আগামী ১৮ আগস্ট মেয়াদ শেষ হচ্ছে বাংলার ছয় সাংসদের৷ সেই তালিকায় ছিলেন ডেরেক ও ব্রায়েন, সুখেন্দু শেখর রায়, দোলা সেন, শান্তা ছেত্রী, সুস্মিতা দেব। ছিলেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। এবার বিধানসভায় কংগ্রেসের বিধায়ক নেই। একজন কংগ্রেসের প্রতীকে জিতলেও, বায়রন বিশ্বাস যোগ দিয়ে দিয়েছেন তৃণমূলে। ফলে এবার কংগ্রেসের হয়ে লড়ার কেউ নেই৷ এই আসনে বিধায়কের হিসাবে জয় হাসিল করবে বিজেপি৷ অন্যদিকে পদত্যাগ করায় লুইজিনহো ফালেরিও’র আসনে হবে ভোট।

advertisement

আরও পড়ুন: দড়াম করে লাথি নির্বাচন কমিশনের অফিসের গেটে…! ক্ষোভে যা করলেন শুভেন্দু অধিকারী!

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

পুরনোদের মধ্যে রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, রাজ্যসভার উপদলনেতা সুখেন্দুশেখর রায় এবং তৃণমূলের সর্বভারতীয় শ্রমিক সংগঠনের নেত্রী দোলা সেনকে তৃতীয়বারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। পাশাপাশি, উত্তরবঙ্গে ভোট সমীকরণের কথা মাথায় রেখে মনোনয়ন দেওয়া হয়েছে ওই জেলার তৃণমূল সভপতি প্রকাশ চিক বড়াইককে। এ বার সংখ্যালঘু মুখ হিসাবে রাজ্যসভায় প্রার্থী হলেন বঙ্গ সংস্কৃতি মঞ্চের সভাপতি এবং সমাজকর্মী সামিরুল ইসলাম। পাশাপাশি, তৃণমূলের জাতীয় মুখপাত্র এবং আরটিআই কর্মী সাকেত গোখলেকেও রাখা হয়েছে ওই তালিকায়। একটি আসনে উপনির্বাচন হবে। তবে সেই আসনে প্রার্থী কে, তা তৃণমূলের তরফে এখনও নির্দিষ্ট করে জানানো হয়নি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Candidate List: রাজ্যসভায় ৩ নতুন মুখ, ৩ পুরনো! তৃণমূলের প্রার্থী তালিকায় বাদ গেলেন কারা? দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল