গত ২ মার্চ লোকসভা প্রার্থী ঘোষণা করেছে বিজেপি৷ জানা গিয়েছে ঘাটাল কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন অভিনেতা হিরনন্ময় চট্টোপাধ্যায়৷ এ বার মুখোমুখি দীপক অধিকারীর সহকর্মী ও টলি তারকা হিরণ্ময় চট্টোপাধ্যায়৷
আরও পড়ুন: ‘আমার বাড়িতে ইডি-সিবিআই এসেছিল, তারপর…’, ব্রিগেডের মঞ্চে বিস্ফোরক ফিরহাদ হাকিম
দেব রাজনীতি ছাড়ার খবরে কয়েকদিন আগেও সরগরম হয়েছিল রাজনৈতিক মহল। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে মত বদলান অভিনেতা সাংসদ৷ তাঁকে পাশে নিয়েই প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, দেব ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলেছিলেন, সেই দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলেন, সেই দাবি মেনে নিয়েছেন মমতা৷ তার পর দেব বলেন, তিনি মমতার কাছে কৃতজ্ঞ, তাই তিনি তৃণমূলের হয়ে লড়বেন৷ মমতাও বলেন, ঘাটাল থেকেই লড়াই করবেন দেব৷
advertisement
ব্রিগেডের ‘জনগর্জন’ সভা থেকেই লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল সূত্রে খবর, আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা তৈরি হয়ে গিয়েছে ৷ আর তাতে তৃণমূল সুপ্রিমোর অনুমোদনও মিলেছে ৷ এবার প্রথা ভেঙে ব্রিগেডের মঞ্চ থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন মমতা৷ ইতিমধ্যেই বাংলার ২০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। কিন্তু তৃণমূল এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি। সেই তালিকা এদিন ঘোষিত হবে ব্রিগেড থেকে।