পাশাপাশি বিজেপি ইডি কিংবা সিবিআই-কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে না বলেও সাংবাদিক সম্মেলনে দাবি করেন সুকান্ত মজুমদার। বলাবাহুল্য, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির জিজ্ঞাসাবাদের দিনই #PuppetsofBJP এই বলে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা প্রচার শুরু করেন সোশ্যাল মিডিয়ায়। সমস্ত বিধায়ক, সাংসদ, সাংগঠনিক ব্যক্তিরা এই প্রচার করছেন। ইতিমধ্যেই একাধিক মন্ত্রীও কেন্দ্রীয় এজেন্সি বিজেপির পুতুল বলে পোস্ট করেন। কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়ে এর আগেও প্রশ্ন তুলেছে তৃণমূল।এমনকি গোটাটাই রাজনৈতিক প্রতিহিংসা বলে বারবার জানাচ্ছে তৃণমূল কংগ্রেস।
advertisement
আরও পড়ুন: অভিষেকের বুদ্ধিদীপ্ত চালেই বিদ্ধ বিজেপি, নতুন 'অস্ত্র' পেয়ে উজ্জীবিত তৃণমূল
কেন্দ্রীয় এজেন্সি ইডি, সিবিআই বিজেপির পুতুল এই হ্যাশট্যাগকে রেখে চলছে প্রচার। তবে কেন্দ্রীয় এজেন্সি গেরুয়া শিবিরের রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ হামেশাই করে আসছে শাসক দল। খোদ দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা যায় এই অভিযোগ। এ নিয়ে যুযুধান দুই রাজনৈতিক দলের মধ্যে তরজা লেগেই থাকে। যদিও বিজেপি শিবির কোনও অবস্থাতেই কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে বিজেপি যোগের অভিযোগ মানতে নারাজ।
আরও পড়ুন: সিপিআইএম-র বিরুদ্ধে কলা 'চুরির' বিস্ফোরক অভিযোগ, অভিনব প্রতিবাদে তৃণমূল
তারা বারবারই বলে আসছে যে, 'আদালতের নির্দেশে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। এক্ষেত্রে বিজেপির অঙ্গুলিহেলনের কোনও প্রশ্নই ওঠে না'। শাসক দলকে খোঁচা দিয়ে বিজেপি নেতৃত্বের কথায়, ' যারা কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে বিজেপি আঁতাতের অভিযোগ করছেন তাঁরা আদালতকে অসম্মান করছেন'। বিজেপি শিবিরের প্রশ্ন, যেভাবে শাসকদলের নেতাদের একের পর এক দুর্নীতির পর্দাফাঁস হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের কোনও নেতা- মন্ত্রী বলতে পারবেন যে দুর্নীতি হয়নি?