TRENDING:

TMC attacks Congress in Jago Bangla: 'কংগ্রেস এখন ডিপফ্রিজে, বিরোধীরাই দায়িত্ব দিয়েছে মমতাকে', দাবি জাগো বাংলায়

Last Updated:

কংগ্রেসের নেতৃত্বে যে তারা বিরোধী জোট মানবে না, তা আগেই পরিষ্কার করে দিয়েছে তৃণমূল (TMC attacks Congress in Jago Bangla)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: যত সময় যাচ্ছে ততই যেন কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC attacks Congress in Jago Bangla)৷ এবার দলীয় মুখপত্র জাগো বাংলায় কংগ্রেস ডিপফ্রিজে চলে গিয়েছে বলে কটাক্ষ করল তৃণমূল৷ শুধু তাই নয়, কংগ্রেস (Congress) নেতারা ঘরবন্দি এবং ট্যুইট সর্বস্ব বলেও অভিযোগ করা হয়েছে৷ পাশাপাশি মুম্বইয়ে তৃণমূলনেত্রীর সঙ্গে শরদ পাওয়ারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পর জাগো বাংলার সম্পাদকীয়তে তাৎপর্যপূর্ণ দাবি করে লেখা হয়েছে, বিরোধীরাই মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বিরোধী জোট গঠনের দায়িত্ব দিয়েছে৷
কংগ্রেস- তৃণমূল তিক্ততা চরমে৷  প্রতীকী ছবি, Photo-File
কংগ্রেস- তৃণমূল তিক্ততা চরমে৷ প্রতীকী ছবি, Photo-File
advertisement

জাগো বাংলার এ দিনের সম্পাদকীয়ের শিরোণামই দেওয়া হয়েছে 'ডিপফ্রিজে কংগ্রেস৷' সেখানে অভিযোগ করা হয়েছে, 'কংগ্রেসের মধ্যে সেই উত্তাপ, ঝাঁঝটাই যেন কমে গিয়েছে৷ দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে প্রশ্ন তুলে দেওয়ার পরেও কোথায় আক্রমণ! উল্টে দলের ভিতরেই নেতৃত্বকে নিয়ে কোন্দল এবং দিনের শেষে দলের অন্যতম শীর্ষ নেতৃত্ব গুলাম নবি আজাদের বিস্ফোরক ট্যুইট৷ ট্যুইটে কাশ্মীরি এই নেতা পরিষ্কার জানিয়ে দিলেন, আগামী লোকসভা ভোটে মোটেই ক্ষমতায় আসার সম্ভাবনা নেই কংগ্রেসের৷ ক্ষমতা থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে কংগ্রেস৷ যে কথা তৃণমূল এতদিন ধরে বলে বারবার বলে আসছে, সেই কথারই প্রতিধ্বনি শোনা গেল গুলাম নবির কথায়৷'

advertisement

আরও পড়ুন: হরিয়ানায় কোমর বেঁধে নামছে তৃণমূল, শীঘ্রই খুলছে দলীয় কার্যালয়

দু' দিন আগেই মুম্বইয়ে মমতার বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ইউপিএ বলে আর কিছু নেই৷ জাগো বাংলার সম্পাদকীয়তেও লেখা হয়েছে, 'ইউপিএ শেষ, বিরোধী জোট দরকার৷ দলীয় কোন্দল আর রক্তক্ষরণে কংগ্রেস এতটাই বিদীর্ণ যে দল ধরে রাখাই সমস্যা হয়ে দাঁড়াচ্ছে৷ পঞ্জাব থেকে গোয়া- ত্রিপুরা সেই কথাই বুঝিয়ে দিচ্ছে৷ অথচ সাম্প্রদায়িক. অগণতান্ত্রিক, জনবিরোধী, শ্রমিকবিরোধী, কৃষকবিরোধী শক্তি বিজেপি-কে হারানোর জন্য বিকল্প জোটের আশু প্রয়োজন৷ সবচেয়ে বড় বিরোধী দল কংগ্রেস যেন পার্টিকে ডিপফ্রিজে বন্দি করে রেকেছে৷ সামান্য লোক দেখানো আন্দোলন ছাড়া নেতারা কার্যত ঘরবন্দি, ট্যুইট সর্বস্ব৷'

advertisement

আরও পড়ুন: ডেস্টিনেশন গোয়া! মমতা অভিষেকের জোড়া সফরে কি নতুন সমীকরণের ইঙ্গিত?

তৃণমূলের মুখপত্রে এর পরেই দাবি করা হয়েছে, 'দেশের এই মুহূর্তে বিরোধী শক্তির জোটের দরকার৷ সেই দায়িত্ব বিরোধীরাই দিয়েছেন তৃণমূলনেত্রীকে৷ কারণ, তিনিই এখন সর্বজনগ্রাহ্য বিরোধী মুখ, জনপ্রিয় মুখ৷ তাঁর দিকে তাকিয়ে বিরোধী শক্তি৷'

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

কংগ্রেসের নেতৃত্বে যে তারা বিরোধী জোট মানবে না, তা আগেই পরিষ্কার করে দিয়েছে তৃণমূল৷ বরং তৃণমূল পরিষ্কার করে দিয়েছে, ২০২৪-এর আগে জাতীয় স্তরে কংগ্রেসকে সরিয়ে বিরোধী পরিসর দখল করাই তাদের লক্ষ্য৷ বিভিন্ন রাজ্যে কংগ্রেসের সংগঠনেও বড়সড় ভাঙন ধরাতে শুরু করেছে তৃণমূল৷ মুম্বই গিয়ে শরদ পাওয়ার, আদিত্য ঠাকরে, সঞ্জয় রাউতদের সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ অন্যদিকে সংসদের শীতকালীন অধিবেশনের শুরুতেই তৃণমূলের দেখানো পথে কংগ্রেসের ডাকা বৈঠক এড়িয়েছে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, শিবসেনা, আম আদমি পার্টির মতো দলগুলি৷ ফলে বিরোধী জোট গঠনের প্রশ্নে ক্রমশই কোণঠাসা হচ্ছে কংগ্রেস৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC attacks Congress in Jago Bangla: 'কংগ্রেস এখন ডিপফ্রিজে, বিরোধীরাই দায়িত্ব দিয়েছে মমতাকে', দাবি জাগো বাংলায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল