শুক্রবার পার্থ চট্টোপাধ্যায় প্রার্থী তালিকা প্রকাশ করে জানিয়েছেন, এ বারের পুর নির্বাচনে কোনও বিধায়ক লড়াই করছেন না (West Bengal Municipal Election 2022)। পাশাপাশি, একই পরিবার থেকে একাধিক মানুষকে সুযোগ না দিয়ে প্রাধান্য দেওয়া হয়েছে তরুণ প্রার্থীদের দিকে। সামান্য কয়েকটি কেন্দ্রে প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি, সেগুলিও কয়েকদিন মধ্যে ঘোষিত হবে। যাঁরা জয়ী কাউন্সেলর আছেন, তাঁদের বেশিরভাগকেই প্রার্থী করা হয়েছে, পাশাপাশি এসেছে অনেক তরুণ মুখ। নবীন ও প্রবীণের সমন্বয়ে এই প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে, বলেছেন পার্থ চট্টোপাধ্যায়।
advertisement
আরও পড়ুন: ভিতরে ভর্তি যাত্রী, ধর্মতলার মোড়ে এসেই উল্টে গেল বাস! হাড়হিম ভিডিও প্রকাশ্যে
পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, জেলার নেতৃত্ব ও বিধায়করা বিভিন্ন মহল থেকে প্রার্থীদের নাম প্রস্তাব করে পাঠিয়েছিলেন। সেগুলি রাজ্য স্তরে পর্যালোচনা করা হয়েছে, শেষে চূড়ান্ত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অনুমতি দিয়েছেন। আমরা প্রচারে রাজ্যের উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা তৃণমূলের প্রার্থীদের সর্বস্তরে জয়যুক্ত করার আহ্ববান জানাচ্ছি।
আরও পড়ুন: এবার কি হাইব্রিড মোডে চলবে রাজ্যের স্কুলগুলি? সব নজর সোমবার সকাল সাড়ে দশটায়
আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভার নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। ৯ তারিখের মধ্যে প্রার্থীদের মনোনয়ন জমা দিতে হবে। পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, স্থানীয় স্তরের নির্বাচন এটি। আমাদের স্থানীয় স্তরে প্রস্তুতি অনেকদিন ধরেই আছে।
Abir Ghosal