TRENDING:

TMC: ডোরিনা ক্রসিংয়ে তৃণমূলের ‘ভাষা আন্দোলন’! মমতার নির্দেশ মতো জেলা থেকে শহরে বাংলার অপমান প্রশ্নে ধর্নায় দল

Last Updated:

বাংলাভাষীদের উপর অত‍্যাচারের বিরুদ্ধে আজ মঙ্গলবার থেকে ডোরিনা ক্রসিংয়ে তৃণমূল কংগ্রেসের ধর্না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বাংলাভাষীদের উপর অত‍্যাচারের বিরুদ্ধে আজ মঙ্গলবার থেকে ডোরিনা ক্রসিংয়ে তৃণমূল কংগ্রেসের ধর্না। মুখ্যমন্ত্রী গতকাল সোমবারেই নির্দেশ দিয়েছিলেন জেলায় জেলায় ভাষা আন্দোলন গড়ে তোলার। পাশাপাশি ধর্মতলায় রোজ ভাষা আন্দোলনে সামিল হবে তৃণমূল কংগ্রেস। মঞ্চ বাধার কাজ চলছে।
ডোরিনা ক্রসিংয়ে তৃণমূলের ‘ভাষা আন্দোলন’! মমতার নির্দেশ মতো জেলা থেকে শহরে বাংলার অপমান প্রশ্নে ধর্নায় দল
ডোরিনা ক্রসিংয়ে তৃণমূলের ‘ভাষা আন্দোলন’! মমতার নির্দেশ মতো জেলা থেকে শহরে বাংলার অপমান প্রশ্নে ধর্নায় দল
advertisement

পাশাপাশি স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে মুনি ঋষির ছবি পড়েছে ধর্মতলা চত্বর জুড়ে। নেতাজি সুভাষচন্দ্র বসু হোক, প্রীতিলতা ওয়াদ্দেদার। রবীন্দ্রনাথ ঠাকুর হোক কিংবা কাজী নজরুল ইসলাম। বাংলার সংস্কৃতিকে যারা ইতিহাস থেকে নেতৃত্ব দিয়ে এসেছেন সাক্ষী রাখা হচ্ছে তাদেরও।

আরও পড়ুন: ‘পাকিস্তানের সঙ্গে পারিবারিক ব্যবসা’, খেসারত দিচ্ছে ভারত? ট্রাম্পের বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন প্রাক্তন মার্কিন জাতীয় নিরাপত্তা

advertisement

প্রসঙ্গত, গতকাল দুপুরেই মেয়ো রোডে তৃণমূলের ধর্না মঞ্চ খুলে দিতে শুরু করে সেনাবাহিনী৷ বাংলা ভাষা এবং বাঙালিদের উপরে অত্যাচারের প্রতিবাদেই মেয়ো রোডে গান্ধি মূর্তির সামনে এই ধর্না মঞ্চ তৈরি করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে৷ এ দিন সেই ধর্না মঞ্চই খুলে দেয় সেনাবাহিনী৷ সেই খবর পেয়েই গতকাল মেয়ো রোডে পৌঁছে যান মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী পৌঁছনোর পরই ঘটনাস্থল ছেডে় ফিরে যান সেনা আধিকারিক এবং জওয়ানরা৷

advertisement

আরও পড়ুন: মোবাইল নম্বরের শেষ সংখ‍্যা ৭? এর মানে জানেন? শেষে ৭ থাকলে ভাগ‍্য কেমন হয়? ফোন নম্বরের ‘গোপন রহস‍্য’ জেনে নিন

গতকাল মেয়ো রোডের আধখোলা মঞ্চে উঠে মমতা বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, ‘আমাদের মাইকের কানেকশন কেটে গিয়েছে, সেনার জন্য আমরা গর্বিত৷ কিন্তু সেনাবাহিনীকে যদি বিজেপির কথায় চলতে হয়, তাহলে সেটা দুর্ভাগ্যজনক৷ এখানে কোথাও রাস্তা বন্ধ করা হয়নি, গাড়ি চলতে অসুবিধা হচ্ছে না৷ শনি-রবিবার এখানে ধর্না কর্মসূচি হয়৷ পুলিশকে বলতে পারত, তাহলে আমরা নিজেরাই মঞ্চ খুলে অন্যত্র সরিয়ে নিতাম৷ প্রায় দুশোর মতো সেনা জওয়ানরা আমাকে দেখে ছুটে পালিয়ে গেল৷ আমি বললাম, পালাচ্ছেন কেন, আপনারা আমাদের বন্ধু৷ আমি সেনাকে দোষ দিচ্ছি না, এটা প্রতিরক্ষা মন্ত্রী, বিজেপির কথায় হয়েছে৷ সেনাকে রাজনৈতিক দলের মঞ্চ, মাইক খুলতে ব্যবহার করা হচ্ছে, সবাই দেখতে পাচ্ছে৷’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC: ডোরিনা ক্রসিংয়ে তৃণমূলের ‘ভাষা আন্দোলন’! মমতার নির্দেশ মতো জেলা থেকে শহরে বাংলার অপমান প্রশ্নে ধর্নায় দল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল