দমকল সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িটি বেশ পুরোনো। ওই বাড়ির দোতালার বাসিন্দাদের নীচে নামিয়ে আনা হয়েছে সুস্থ ভাবেই! তবে এখনও চলছে আগুন নেভানোর চেষ্টা। যেহেতু টেরিটি বাজার খুব ঘিঞ্জি তাই আগুন ছড়িয়ে পড়ার ভয় রয়েছে। এখনও পর্যন্ত হতাহতের খবর কিছু জানা যায়নি।
আরও পড়ুন: ভুয়ো কল সেন্টারের আড়ালে ভয়াবহ কাণ্ড! ৫০ জনের দল! মাঝ রাতে ঘটছিল এই কাণ্ড!
advertisement
সূত্রের খবর, সিলিন্ডার ফেটেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান দমকল মন্ত্রী সুজিত বসু। পরিস্থিতি দেখে তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। কিন্তু এখন অনেকটা ধোঁয়া রয়েছে। দমকলের অফিসাররা কাজ করছেন। সবকিছু মিটতে সময় লাগবে। সিলিন্ডার ফেটে আগুন লেগেছে বলে একটা কথা শোনা যাচ্ছে। কিন্তু তা ঠিক নয়। কীভাবে আগুন লেগেছে তা তদন্তের পরই জানা যাবে। জানা যায়, শনিবার সন্ধের পর ওই তিন তলা বাড়িটির ছাদ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়! সেখানে কিছু পরিতক্ত জিনিস ছিল তাতেই প্রথমে আগুন লেগে যায়! প্রবল ধোঁয়ায় ভরে যায় এলাকা! দমকলকর্মীরা এখনও কাজ করছেন!