Howrah News: ভুয়ো কল সেন্টারের আড়ালে ভয়াবহ কাণ্ড! ৫০ জনের দল! মাঝ রাতে ঘটছিল এই কাণ্ড!
- Published by:Piya Banerjee
- local18
Last Updated:
Howrah News:ভয়াবহ ঘটনা হাওড়ায়! ভুয়ো কল সেন্টারের আড়ালে এসব কী চলছিল? জানলে চমকে যাবেন! আছে মহিলারাও!
#হাওড়া: কল সেন্টারের নামে প্রতারণার ফাঁদ হাওড়ায়, এই ঘটনায় আটক করা হয় প্রায় পঞ্চাশ জনকে, তাদের মধ্যে বেশ কিছুজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মহিলারাও রয়েছে, ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত ৬ নম্বর জাতীয় সড়কে সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার রাতে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে পঞ্চাশ জনকে আটক করে বলে জানা যায়। গোপন সূত্রে গোয়েন্দা বিভাগের কাছে তথ্য ছিল যে এখানে কল সেন্টারের নামে প্রতারণা চলছিল দীর্ঘদিন।
জানা গিয়েছে ব্যাঙ্কের টাকা পাইয়ে দেবার নাম করে মানুষের অর্থ হাতিয়ে নেবার প্রতারণা চলছিল দীর্ঘদিন ধরে, এমন অভিযোগও রয়েছে। ওই এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে এই প্রতারণার ফাঁদ পেতেছিল। জানা যায় ওই কল সেন্টারের সমস্ত কর্মী বাইরে থেকেই আসত !
আরও পড়ুন: রয়্যাল বেঙ্গল টাইগারই ভরসা! সুন্দরবনের পর্যটন শিল্প এখন বাঘেদের হাতে! দর্শনেই লক্ষ্মী-লাভ!
advertisement
advertisement
রাতে গোপনে অভিযান চালিয়ে প্রায় ৫০ জনকে আটক করে পুলিশ। এরা প্রত্যেকেই এই অফিসের কর্মী বলে জানা গিয়েছে। ধৃতদের আজ শনিবার হাওড়া আদালতে তোলা হয়। জানা গিয়েছে এই কল সেন্টারের আসল পান্ডাকে ধরার জন্য এবং এদের সঙ্গে আর কারোর যোগ আছে কিনা তা জানতে পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নেবার আবেদন জানাবে।
advertisement
রাকেশ মাইতি
Location :
First Published :
November 26, 2022 9:50 PM IST