আরও পড়ুন - পদ্ম সম্মানপ্রাপক রশিদ খানের বাড়িতে হাজির রুদ্রনীল ও ভারতী
'আমি খুশি রশিদ খানের মতো একজন শিল্পীকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করেছে কেন্দ্র। এই সম্মান গোটা দেশের পাশাপাশি বাংলারও। রশিদজিকে অনেকদিন ধরেই চিনি। তাঁর গাওয়া গানে আজও প্রেমে পড়ি'। বললেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। প্রজাতন্ত্র দিবসের আগের দিন কেন্দ্রের তরফে রশিদ খানের নাম পদ্মভূষণ প্রাপক হিসেবে সামনে আসে। শুক্রবার সন্ধ্যায় শিল্পীকে শুভেচ্ছা জানাতে তাঁর নাকতলার বাড়িতে পৌঁছে যান বিজেপি নেতা ভারতী ঘোষ ও রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। ফুলের স্তবক ও মিষ্টান্ন সহযোগে ওস্তাদ রশিদ খানকে সন্মান জানান বঙ্গ বিজেপির দুই নেতা। রুদ্রনীলের পাশাপাশি ভারতী ঘোষও বলেন, 'শিল্পীকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। কেন্দ্র যে সম্মান রশিদজীকে দিয়েছে তাঁর জন্য আমিও গর্বিত। ওনার গান আজও শুনলে আবেগ ধরে রাখতে পারি না। আজ আমি ও রুদ্রনীল কেন্দ্রের দূত হয়ে রশিদ খানকে শুভেচ্ছা জানানোর সুযোগ পেয়ে আপ্লুত'।
advertisement
আরও পড়ুন - Beauty Tips: Bollywood -র ‘এই’ সুন্দরী অভিনেত্রী-র চকচকে ত্বকের কামাল গাছ থেকেই, রইল টিপস
শিল্পী রশিদ খান বলেন, কেন্দ্র যে সম্মান দিয়েছে তার জন্য গোটা দেশের পাশাপাশি এই সম্মান বাংলারও। রাজনীতি কিংবা বিতর্কের প্রশ্ন এড়িয়ে পদ্মভূষণ প্রাপ্ত শিল্পী রশিদ খান বললেন, সম্মান পেয়ে আমি আপ্লুত। উত্তর প্রদেশ থেকে দশ বছর বয়সে কলকাতায় চলে আসি। কলকাতাই আমার কর্মভূমি। আশাকরি আগামী দিনেও মানুষের ভালোবাসা পাব। মানুষকে সুরে ভাসিয়ে রাখবো'। কিংবদন্তী গায়িকা গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের সম্মান প্রত্যাখ্যান প্রসঙ্গে এদিনও গায়িকার পাশে দাঁড়ালেন রশিদ খান। তবে বাংলা থেকে সম্মান প্রত্যাখ্যান প্রসঙ্গ সুকৌশলে এড়িয়ে যান রুদ্রনীল ও ভারতী ঘোষ।
VENKATESWAR LAHIRI