TRENDING:

প্রায় ৩০ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগ, কিভাবে আবেদন করবেন জেনে নিন

Last Updated:

প্রায় ৩০ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগ, কিভাবে আবেদন করবেন জেনে নিন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রাথমিক টেটের জন্য আগামিকাল থেকেই অনলাইনে আবেদনপত্র জমা নেওয়ার ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আবেদন করা যাবে দুটি ওয়েবসাইটে। পরীক্ষার্থীদের দু’বছরের প্রশিক্ষণ আবশ্যিক। কর্মরত অবস্থান মৃত সরকারি কর্মচারিদের সন্তানদের ক্ষেত্রে নম্বরে কিছুটা ছাড় দেওয়া হয়েছে।
advertisement

পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে বড়সড় নিয়োগ। সেই লক্ষ্যে টেটের আবেদনপত্র জমা নেওয়ার দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

প্রাথমিকে টেটের নোটিস

- ১০ অক্টোবর থেকে অনলাইনে আবেদন জমা

- আবেদন করা যাবে www.wbbpe.org ও www.wbsed.gov.in ওয়েবসাইটে

- ২৯ অক্টোবর পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে

আবেদনকারীদের যোগ্যতামানের ঘোষণা করেছে পর্ষদ।

advertisement

আবেদনকারীদের যোগ্যতা

- উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় ৫০% নম্বর আবশ্যিক

- কর্মরত অবস্থায় মৃত সরকারি কর্মচারিদের সন্তানদের ক্ষেত্রে নম্বরে ৫% ছাড়

- েটটে ওই পরীক্ষার্থীরা ৫৫% নম্বর পেলে যোগ্য বলে বিবেচিত হবেন

- নিয়ম মেনে এসসি, এসটি, ওবিসি ও অন্যান্য ক্ষেত্রে সংরক্ষণ

- এনসিটিই-র নিয়ম মেনে ২ বছরের ডিএলএড বা ডিএড আবশ্যিক

advertisement

- ৪ বছরের বিএড ডিগ্রিপ্রাপ্তরাও আবেদনের যোগ্য

পর্ষদের দাবি, রাজ্যের হাতে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত প্রার্থী রয়েছেন। তা দিয়েই এই শূন্যপদ পূরণ করা সম্ভব হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ চেয়ারম্যান মানিক ভট্টাচার্য বলেন, ‘রাজ্যে প্রাথমিকের প্রশিক্ষিত প্রার্থীর সংখ্যা বাড়ছে ৷ ৬ বছরে রাজ্যে ৬০১টি প্রশিক্ষণকেন্দ্র হয়েছে ৷ বর্তমানে ৪১ হাজার পড়ুয়া প্রশিক্ষণ নিচ্ছেন ৷ আগামীতে প্রশিক্ষিতের সংখ্যা আরও বাড়বে ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আবেদনপত্র জমা নেওয়ার পর, টেটের দিন ঘোষণা হবে বলে জানিয়েছে পর্ষদ। প্রাথমিকে শূন্য পদের সংখ্যা কত, তা পর্ষদের তরফে এখনও জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, ২০১৫ ও ১৬ সালে যে পদ শূন্য হয়েছে তার সংখ্যা ৩০ হাজারের কাছাকাছি হবে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই টেট সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যের লক্ষ্য, ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রায় ৩০ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগ, কিভাবে আবেদন করবেন জেনে নিন