ঘরের ভেতরে ঢুকতেই চক্ষু চরক গাছ হয়ে যায় পরিবারের সবার। লণ্ডভণ্ড অবস্থায় ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে। প্রত্যেকটি ঘরের আলমারি খোলা এবং আলমারির ভেতরে যা ছিল সবই চুরি হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
আরও পড়ুন: কনকনে শীতেও পাবেন এঁচোড়! এই পিং কাঁঠালের কী জানেন
বাড়ির মালিকের অভিযোগ আলমারির ভেতরে প্রায় ২০ লক্ষ টাকার সোনার গয়না ছিল এবং ৮০ হাজার টাকা নগদ ছিল। সে সমস্তই চুরি গিয়েছে বলে তিনি দাবী করেন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
আরও পড়ুন: গভীর সমুদ্রে ডুবে যাওয়া জাহাজের যন্ত্রাংশ কেটে কী হচ্ছে এসব! জানলে চোখ কপালে উঠবে
বাড়িতে ফ্রিজের ভেতরে রাখা ছিল আপেল। তিনি বলেন, ঘরের ভেতরে ঢুকে দেখেন একটি আপেল অর্ধেক খাওয়া অবস্থায় ডাইনিং টেবিলের ওপর রাখা ছিল। তার সন্দেহ ওই আপেল চোরেরাই খেয়ে রেখেছে। তবে আপেল দেখে অনেকেই মনে করছেন একদিন আগে খাওয়া ওটি। তদন্তে নেমে হরিদেব পুর থানার পুলিশ ,অভিযোগকারীদের বয়ান অনুযায়ী পাশের বাড়ির একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
অন্যদিকে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ওই বাড়িতে চুরি করতে একাধিক চোর এসেছিল বলে ধারণা করছেন তদন্তকারীদের। যেহেতু তিন দিন বাড়িতে কেউ ছিল না, তাই বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে কবে চুরি হয়েছে, সেটা নিয়ে কিন্তু এখনও ধোঁয়াশা রয়েছে।
