TRENDING:

তিন খুদের ঝড় সোশ্যাল মিডিয়ায়, বড়-ছোট্টর দুর্দান্ত গান ও মেজ তবলায় কাড়ল নজর

Last Updated:

ইংরেজিতে একটি কথা আছে মর্নিং শোজ দ্য ডে ৷ অর্থাৎ দিনের শুরুতেই বোঝা যায় যে দিন কেমন যাবে ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ফের প্রমাণ হল আমাদের দেশে প্রতিভার কোনও অভাব নেই ৷ ছোট থেকে বড় বিভিন্ন ক্ষেত্রেই প্রতিভার বিচ্ছুরণ ঘটছে ৷ তিনটি ছোট খুদে গাইতে বসেছে গান ৷ সব থেকে বড় ও ছোট গান গাইছে ৷ আর মেজ বাজাচ্ছে তবলা ৷ হারমনিয়াম ও তবলায় মিলে মিশে একাকার সুরের সুরভি ৷
advertisement

মন প্রাণ ঢেলে তারা গাইছে গান ৷ নিরবিচ্ছিন্ন অঙ্গে, গলা ছেড়ে গান গাইছে তারা ৷ ইংরেজিতে একটি কথা আছে মর্নিং শোজ দ্য ডে ৷ অর্থাৎ দিনের শুরুতেই বোঝা যায় যে দিন কেমন যাবে ? তবে যাই হোক এই কচিকাঁচাদের জন্য রইল অনেক শুভেচ্ছা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আদিবাসীদের হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা! সেরার শিরোপা পেতে ৬৫টি দলের লড়াই
আরও দেখুন

এই শিশুদের দেখে মনে হচ্ছে ভাল ভবিষ্যত তাদের জন্য অপেক্ষা করছে মাঝপথে যদি বিগড়ে বা বিভ্রান্ত না হয়ে থাকে ৷ নতুন পথের দিশারি হবে ৷ মুখ উজ্জ্বল করবে দেশের ও দশের সঙ্গে বাবা ও মায়েরও ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
তিন খুদের ঝড় সোশ্যাল মিডিয়ায়, বড়-ছোট্টর দুর্দান্ত গান ও মেজ তবলায় কাড়ল নজর