চিঠিতে বলা হয়েছে, প্রত্যেকটি জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শক, সাব-ইন্সপেক্টর, অ্যাডিশনাল ইনস্পেক্টরের মতো আধিকারিকেরা স্কুলে স্কুলে গিয়ে পরিদর্শন করবেন। কোনও স্কুলে মিড ডে মিল নিয়ে কোনও অভাব-অভিযোগ রয়েছে কি না, রান্না থেকে খাওয়া দাওয়া সংক্রান্ত বিষয়ে সমস্যা রয়েছে কি না, তা খোঁজ নেবেন জেলাস্তরের পরিদর্শকেরা। জানানো হয়েছে, প্রত্যেকদিনের এই রিপোর্ট আপলোড করতে হবে স্কুল শিক্ষা দফতরের ওয়েবসাইটে। আর এই গোটা পরিদর্শনের কাজ শেষ করতে হবে ১৯ জানুয়ারির মধ্যেই। কারণ, ২০ জানুয়ারিই রাজ্যে আসছে কেন্দ্রীয় পরিদর্শকদের দল।
advertisement
আরও পড়ুন: তৃণমূল নেতার হাতে চড় খেয়েছিলেন, এবার সেই সাগরের বিরুদ্ধেই থানায় অভিযোগ
মিড ডে মিল নিয়ে রাজ্য-কেন্দ্র জয়েন্ট রিভিউ মিশন সংক্রান্ত বিষয় নিয়ে সোমবার বৈঠকে বসে রাজ্য স্কুল শিক্ষা দফতর। সেই বৈঠকেই এই নির্দেশ দেওয়া হয় বলে জেলা আধিকারিক সূত্রের খবর।
সম্প্রতি মিড ডে মিলের খাবারের মান-সহ একাধিক বিষয় নিয়ে অভিযোগ তুলে কেন্দ্রে একটি নালিশ চিঠি পাঠিয়েছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরে মালদহের চাঁচল সহ একাধিক জায়গায় মিড ডে মিলের খাবার নিয়ে একাধিক অভিযোগ ওঠে। কোথাও মিড ডে মিলের রান্নায় মেলে সাপ, কোথাও টিকটিকি। তারপরেই রাজ্যের সরকারি স্কুলে মিড ডে মিল পরিষেবা খতিয়ে দেখার জন্য বিশেষ দল পাঠানোর কথা জানায় কেন্দ্র। রাজ্য স্কুল শিক্ষা দফতরকে চিঠি দিয়ে এই পরিদর্শনের কথা জানানো হয়।
আরও পড়ুন: দিলীপের দেদার প্রশংসা কুণালের, বললেন, 'পারফরম্যান্স ভাল, প্রমোশন পাওয়া উচিত'
কেন্দ্রের চিঠিতে কেন্দ্রীয় দলকে সব রকমের সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক রাজ্যকে যে চিঠি পাঠিয়েছে সেখানে মিড ডে মিল প্রকল্পে ১৬ দফা বিষয় নিয়ে পরিদর্শনের কথা বলা হয়েছে। তার মধ্যে যেমন রয়েছে, মিড ডে মিলের টাকা কেমন ভাবে স্কুলগুলিকে দেওয়া হয়, সেই প্রসঙ্গ, তেমনই রয়েছে মিড ডে মিলে জন্য জেলাস্তরের স্কুলে কী রকম পরিকাঠামো তাও। এরই সঙ্গে মিড ডে মিলের জন্য ব্যবহৃত খাদ্যদ্রব্য কোথা থেকে আসছে, কী উপায়ে তা স্কুলগুলিকে সরবরাহ করা হচ্ছে, এমন বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখার কথা এই কেন্দ্রীয় দলের।
তবে, আপাতত কেন্দ্রীয় দলের আগে রাজ্য চায়, গোটা বিষয় নিজেরা পরিদর্শন করে দেখতে। এর ফলে রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট থাকবে। যদিও সাম্প্রতিক সময়ে মিড ডে মিল নিয়ে নজরদারির জন্য গোটা রাজ্যজুড়ে এমন পরিদর্শনের নজির কার্যত নেই বলেই জানাচ্ছে প্রশাসনিক মহল। কেন্দ্রীয় দল আসার আগেই রাজ্যজুড়ে বিভিন্ন স্কুলে স্কুলে পরিদর্শনের সিদ্ধান্তকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়