Kunal Ghosh: দিলীপের দেদার প্রশংসা কুণালের, বললেন, 'পারফরম্যান্স ভাল, প্রমোশন পাওয়া উচিত'
- Written by:ABIR GHOSHAL
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Kunal Ghosh: বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষের প্রশংসা করে কুণাল বলেন, "ওনাকে সর্বভারতীয় সভাপতি করা উচিত বিজেপির।"
কলকাতা: বিজেপিকে নিশানা করার পাশাপাশি এবার বিজেপি নেতা দিলীপ ঘোষকে দেদার প্রশংসা করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষের প্রশংসা করে কুণাল বলেন, "ওনাকে সর্বভারতীয় সভাপতি করা উচিত বিজেপির।"
এদিন কুণাল ঘোষ বলেন, "বিজেপি মানুষ ছাড়া সকলের ওপর নির্ভর করে। শুনলাম জে পি নাড্ডা পঞ্চায়েত নিয়ে কথা বলবেন। নিজের রাজ্যে জিততে পারে না। এখানে আবার পঞ্চায়েত নিয়ে আসবেন।
নাড্ডার পারফরম্যান্স খারাপ। নিজের রাজ্যে দলকে জেতাতে পারেন না। দিলীপ ঘোষের পারফরম্যান্স ভাল। দু'বার ভোটে দাঁড়িয়ে জিতেছেন। বিধানসভায় একবার, লোকসভায় একবার। তাই ওঁনাকে এবার বিজেপির সর্বভারতীয় সভাপতি করা উচিত।"
advertisement
advertisement
দিলীপ ঘোষকে কটাক্ষ করে কুণাল বলেন, "একটা লোক এত মণি-মাণিক্য ছড়ায়। সকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি পার্কে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন। ওনার একটা প্রমোশন পাওয়া উচিত, পুরষ্কার পাওয়া উচিত। জগদীপ ধনখড় যদি পেতে পারেন প্রমোশন, তাহলে দিলীপ ঘোষ ঘুম থেকে উঠেও এতো পারফর্ম করলেন তাহলে কেন তিনি পুরষ্কার পাবেন না।"
advertisement
আরও পড়ুন, 'তখনও দুজন বেঁচে ছিল'! ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন প্রত্যক্ষদর্শী, প্রশ্নের মুখে 'চিনের' তৈরি বিমানবন্দর
কুণাল আরও বলেন, "শুভেন্দু অধিকারী ওনাকে এত কিছু করেন, তাও দিলীপ দা মাথা উঁচু করে বিরোধিতা করেন। পদ খুইয়ে সুকান্ত মজুমদারকে আক্রমণ করেন। তাই ওঁনার প্রমোশন পাওয়া উচিত।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 16, 2023 2:17 PM IST










