TRENDING:

Rahool Mukherjee: স্তব্ধ টলিপাড়ার শুটিং, পরিচালকদের কর্মবিরতিতে চিন্তায় কলাকুশলীরা, বিকেলে ফেডারেশনের বৈঠক

Last Updated:

আজ সোমবার, সকাল থেকেই বন্ধ টালিগঞ্জের স্টুডিওগুলি। প্রত্যেকটি শুটিং ফ্লোর-ই ফাঁকা। কোন ইউনিটই আজকে কল টাইম দেয়নি। টেকনিশিয়ান, NT 1, ভারতলক্ষ্মী, দাসানি 1-সহ প্রায় প্রতিটি স্টুডিওর গেটই আজকে বন্ধ রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: টলিপাড়ায় পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে জট এখনও কাটল না৷ শনিবার থেকেই তাঁর নতুন ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। সেইমতো পরিচালক এবং অভিনেতারা সময়ে পৌঁছেও গিয়েছিলেন৷ কিন্তু টেকনিশিয়ানরা কেউ-ই ফ্লোরে আসেনননি।
পরিচালকদের কর্মবিরতিতে স্তব্ধ টলিপাড়ার শুটিং ফ্লোর
পরিচালকদের কর্মবিরতিতে স্তব্ধ টলিপাড়ার শুটিং ফ্লোর
advertisement

রাজ চক্রবর্তী জানিয়েছেন, এই বিষয়ে জানিয়েছিলেন, দু’দিনের মধ্যে সমাধান না হলে সোমবার থেকে পরিচালকরাও ফ্লোরে আসবেন না।

আরও পড়ুন: সাপের বিষের প্রতিরোধক তৈরি হোক রাজ্যেই, দাবি বিধায়ক নওশদ সিদ্দিকির

সেই রেশ টেনেই আজ সোমবার, সকাল থেকেই বন্ধ টালিগঞ্জের স্টুডিওগুলি। প্রত্যেকটি শুটিং ফ্লোর-ই ফাঁকা। কোন ইউনিটই আজকে কল টাইম দেয়নি। টেকনিশিয়ান, NT 1, ভারতলক্ষ্মী, দাসানি 1-সহ প্রায় প্রতিটি স্টুডিওর গেটই আজকে বন্ধ রয়েছে।

advertisement

টেকনিশিয়ান স্টুডিওগুলিতে প্রতিদিন সকাল থেকেই মেগা ধারাবাহিকের শুটিং শুরু হয়ে যায়। গতকাল রাত দুটো অব্দি ডবল শিফটে কাজ করা হয়েছে। আজ থেকে পরিচালকরা কর্মবিরতিতে যাওয়ায় বাংলা ছবি, ধারাবাহিক ও সিরিজের কোন ইউনিট-ই আজকে কোনও শুটিং রাখেনি।

আরও পড়ুন: নীতি আয়োগে বলতে ‘বাধা’ মমতাকে, সংসদের ভিতরে-বাইরে সোমবার থেকে লড়াই শুরু তৃণমূলের

advertisement

ফলে অনিশ্চিত হয়ে পড়েছে টলিপাড়ার ভবিষ্যৎ৷ বর্তমানের শুটিংয়ের পরিস্থিতিও ঘোর সংকটের মুখে৷ এই অবস্থায় চিন্তার ভাজ পড়েছে আর্টিস্ট থেকে কলাকুশলী, প্রত্যেকের চোখে-মুখে৷

এই পরিস্থিতে NT 1 স্টুডিওতে আরও এক চিত্র ধরা পড়ল। সেখানে ওটিটি সিরিজ ‘ মহালয় মহামায়া’ শুটিংয়ের কল টাইম দেওয়া হয়েছিল৷ কিন্তু পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায় ফ্লোরে না আসায় এখানেও শুটিং স্তব্ধ রয়েছে।

advertisement

যদিও টেকনিশিয়ান এবং ইউনিটের অন্যান্য সদস্যরা স্টুডিওতে উপস্থিত রয়েছেন। কিন্তু পরিচালক না আসায় শুটিং শুরু করা যায়নি। এই সিরিজে অভিনেত্রী রাজনন্দিনী পাল ও অভিনেতা রোহন ভট্টাচার্যের অভিনয় করার কথা রয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এখনও পর্যন্ত যা সিদ্ধান্ত রয়েছে, তাতে বিকেল চারটেতে এই পরিস্থিতি নিয়ে ফেডারেশনের মিটিং রয়েছে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Rahool Mukherjee: স্তব্ধ টলিপাড়ার শুটিং, পরিচালকদের কর্মবিরতিতে চিন্তায় কলাকুশলীরা, বিকেলে ফেডারেশনের বৈঠক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল