মঙ্গলবারও ইডি-র বিশেষ আদালতে পার্থর জামিনের আর্জির শুনানি ছিল। পার্থর তরফে এজলাসে উপস্থিত ছিলেন দুই আইনজীবী। এছাড়াও ছিলেন আইনজীবী সুকন্যা ভট্টাচার্য। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর তরফে এদিন অন্তর্বর্তী জামিনের আবেদন করা হয়।
আরও পড়ুন, নির্মলার ভাষণ শুরুর আগে ১০ পয়েন্টে জেনে নিন বাজেটের আকর্ষণীয় তথ্য এবং ইতিহাস!
এর আগেই ইডি মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন জানিয়েছিলেন পার্থ। যদিও এদিন ইডি-র তরফে এই দুই আবেদনেরই তীব্র বিরোধিতা করা হয়। হলফনামাও জমা দেয় তারা। যথারীতি এদিনও জামিন আর্জির নিষ্পত্তি হয়নি।
advertisement
সওয়াল জবাব শেষে ১৪ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। এদিন পার্থর আইনজীবী সুকন্যা জানান, পার্থ চাইছেন গোটা ঘটনায় যেন মিডিয়া ট্রায়াল না হয়। যা সত্যি, প্রশাসনই যেন তা খুঁজে বের করে।
আরও পড়ুন: মাস্টারস্ট্রোক বিজেপির! কেষ্টহীন বীরভূম আসছেন শাহ
প্রসঙ্গত, প্রায় মাস ছয়েক আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সে সময় তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ও গ্রেফতার হন। অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় পঞ্চাশ কোটি টাকা। তদন্তে নামে ইডি।
এরপর প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন আরেক তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচাৰ্য। সদ্য, আরেক অভিযুক্ত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকেও গ্রেফতার করেছে ইডি। অন্যদিকে, নিয়োগ মামলায় সিবিআইয়ের হাতে রয়েছেন শান্তিপ্রসাদ সিনহা, প্রদীপ সিং, প্রসন্ন রায় সহ সাত জন। নিয়োগ দুর্নীতির জাল কত দূর বিস্তৃত সেই শিকড় খুঁজছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়ন্দারা।
ARPITA HAZRA