কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে সালফার ডাই অক্সাইড(SO2), NOx এবং পারদ(Hg) নিয়ন্ত্রণের জন্য ২০১৫ সালের ডিসেম্বর মাসে কেন্দ্র সরকারের তরফ থেকে কিছু নিয়ামক তৈরি করা হয়। ২০১৭ সালের ডিসেম্বর মাসের মধ্যে ওই নিয়ামক গুলি কার্যকর করার কথা বলা হয়েছিল। কিন্তু লক্ষ্যমাত্রা পূরণ হবে না জেনেই নির্ধারিত সময়সীমা বাড়িয়ে ২০২২ সালের ডিসেম্বর মাস পর্যন্ত করা হয়েছিল। এখন আবার সময় নিয়ামক কার্যকর করার সীমা বাড়ানো হল।
advertisement
২০১৫ সালে ঘোষণার পর থেকে কেবলমাত্র ২.২ গিগাওয়ার্ড বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন প্রযুক্তি ইন্সটল করা হয়েছে। আর ২০২১ সাল পর্যন্ত মোট ১৬৯.৭ GW উৎপাদিত বিদ্যুতের মধ্যে মাত্র ৬৮.৭ GW জন্য ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন প্রযুক্তি টেন্ডার দেওয়া হয়েছে। 2015 সালে নিয়ামক ঘোষণার আগে পর্যন্ত শুধুমাত্র ২.২ গিগাওয়াট ক্ষমতার পাওয়ার প্ল্যান্টে FGD ইনস্টল করা হয়েছিল। পশ্চিমবঙ্গের ১৭ টি কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫৫ টি ইউনিটের মোট ১৪.২ গিগাবাইট বিদ্যুৎ উৎপাদিত হয়। এরমধ্যে একটি বিদ্যুৎ কেন্দ্রে ২০২২ সালের আগস্ট মাস পর্যন্ত ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন প্রযুক্তি ইনস্টল করা হয়নি।
এখনও পর্যন্ত ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন প্রযুক্তির ব্যবহারের জন্য দরপত্র দিয়েছে যেসব সংস্থা তারা হল DVC এবং NTPC। উল্লেখযোগ্যভাবে রাষ্ট্রীয় বা বেসরকারি কোনও তাপবিদ্যুৎ কেন্দ্র এখনো পর্যন্ত ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন প্রযুক্তি ব্যবহারের জন্য দরপত্র ঘোষণা করেনি।