গতকালই ওয়েলিংটনে হিন্দ আইনক্সে সিনেমা চলকালীন বিক্ষোভ দেখান কংগ্রেস সমর্থকরা ৷ হিন্দ আইনক্সের পর এবার পার্কসার্কাসের কোয়েস্ট মল। ছবির প্রদর্শন চলাকালীন হলে ঢুকে তাণ্ডব চালাল কংগ্রেস কর্মী-সমথর্কেরা ৷ এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
আরও পড়ুন: বাইকেও সিম কার্ড! কখন চুরি হল-কোথায় রয়েছে ? মোবাইলেই জেনে নিন
advertisement
শুক্রবার রাতে হামলা চালান হয় ৷ ছিঁড়ে দেওয়া হয় পেক্ষাগৃহের পর্দা ৷ নিরাপত্তারক্ষীরা তাদের হল ছেড়ে যাওয়ার অনুরোধ করতে থাকেন বারবার ৷ কিন্তু সেই সমস্ত বিষয় কানে তুলতে নারাজ ছিল বিক্ষোভকারীরা ৷ উল্টে হলের ভিতর রীতিমত তাণ্ডব চালাতে থাকে তারা ৷ শেষপর্যন্ত দর্শকদের হল থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেয় বিক্ষোভকারীরা ৷
অভিযোগ, কংগ্রেস নেতা রাকেশ সিংয়ের নেতৃত্বে হামলা চালায় কংগ্রেস কর্মী সমর্থকেরা ৷ যদিও দলের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে বলে খবর ৷
প্রসঙ্গত, হামলার জেরে ‘The Accidental Prime Minister’-র সমস্ত শো বাতিল করল কোয়েস্ট মল কর্তৃপক্ষ ৷