advertisement
শুধু বাইকের ক্ষেত্রেই নয় ৷ দু’চাকা থেকে চারচাকা ৷ সব গাড়ির ক্ষেত্রেই এবার নিশ্চিন্ত হয়ে যান ৷ কারণ আপনি এবার আপনার গাড়ি মোবাইল সিমের মারফত সুরক্ষিত করতে পারবেন ৷ মার্কেটে এমন বেশ কিছু ডিভাইস ইতিমধ্যেই ঘোরাঘুরি করছে ৷ সেই ডিভাইসে সিম লাগিয়ে নিজের মোবাইলের সঙ্গে কানেক্ট করে গাড়ির নির্দিষ্ট জায়গায় রেখে দিন ৷
advertisement
advertisement
iMars নামক একটি কোম্পানি GPS ট্র্যাকার লঞ্চ করেছে ৷ যাতে সিম লাগানো যেতে পারে ৷ এরপর সেটিকে গাড়ির ব্যাটারির সঙ্গে কানেক্ট করে বাইকের কোনও গোপন জায়গায় রেখে দিন ৷ এরপর গাড়ির মালিককে নিজের ফোনে একটি নির্দিষ্ট অ্যাপ ইনস্টল করতে হবে ৷ সেই অ্যাপ মারফতই বাইক চুরির মেসেজ আসবে আপনার ফোনে ৷ এছাড়াও আপনার বাইক কিংবা গাড়ি এই মুহূর্তে কোথায় আছে ৷ সেটিও আপনি জানতে পারবেন অ্যাপে লগইন করলেই ৷
advertisement