TRENDING:

গোড়ায় গলদ, ২০১১ থেকে প্রাথমিকের সব চাকরি খতিয়ে দেখবে ইডি! তোলপাড় বাংলা

Last Updated:

আগামী দু'দিনের মধ্যে ২০১১ সালের পরে প্রাথমিক বিদ্যালয়ে রাজ্যে কাদের শিক্ষক পদে নিয়োগ করা হয়েছিল, সে বিষয়ে রাজ্যের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে ইডি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রাথমিক টেটের মাধ্যমে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে এবার আরও কড়া পদক্ষেপ। প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে বিস্তারিত শিক্ষক তালিকা চেয়ে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। আগামী দু'দিনের মধ্যে ২০১১ সালের পরে প্রাথমিক বিদ্যালয়ে রাজ্যে কাদের শিক্ষক পদে নিয়োগ করা হয়েছিল, সে বিষয়ে রাজ্যের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে ইডি।
ইডির স্ক্যানারে প্রাইমারি টেট
ইডির স্ক্যানারে প্রাইমারি টেট
advertisement

প্রাথমিক শিক্ষা পর্ষদ যাবতীয় তথ্য চেয়ে রাজ্যের সব জেলার প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ চেয়ারম্যানকে চিঠি পাঠিয়েছে। সেই চিঠি পাওয়ার পরে জরুরি ভিত্তিতে তথ্য পাঠানোর জন্যও বলা হয়েছে। চিঠিতে একটি ফর্ম্যাট উল্লেখ করে দেওয়া হয়েছে। চাকরিপ্রার্থীর নাম, রোল নম্বর, কবে চাকরি, কোন জেলায় চাকরি, শিক্ষাগত যোগ্যতা-সহ বিস্তারিত তালিকা পাঠাতে হবে ইডিকে।

advertisement

আরও পড়ুন: ডুয়ার্সজুড়ে পার্থ-ঘনিষ্ঠ প্রসন্নর একাধিক রিসর্টের খোঁজ! 'মালিকের' গ্রেফতারির খবরে আতঙ্কে কর্মীরা

আরও পড়ুন: 'তোমাকে যদি আদালতে ল্যাজে গোবরে না করি আমার নাম অভিষেক না'

advertisement

সূত্রের খবর, ইডির জয়েন্ট ডিরেক্টর ও ডেপুটি ডিরেক্টরের তরফ থেকে এই সংক্রান্ত তথ্য তলব করা হয়েছে। সেই মোতাবেক পদক্ষেপও করতে শুরু করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। জানা গিয়েছে, জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলির কাছ থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে এই সংক্রান্ত তথ্য চেয়ে পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

২০১১ সাল থেকে এখনও পর্যন্ত নিয়োগের যাবতীয় নথি চেয়ে পাঠানো হয়েছে। এই সময়ের মধ্যে যাঁরা যাঁরা প্রাথমিকে চাকরি পেয়েছেন, তাঁদের প্রত্যেকের নিয়োগ যাচাই করে দেখতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
গোড়ায় গলদ, ২০১১ থেকে প্রাথমিকের সব চাকরি খতিয়ে দেখবে ইডি! তোলপাড় বাংলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল