যদিও কিছুক্ষণের মধ্যেই তাঁদের বাসের নিচ থেকে তুলে আটক করে তুলে নিয়ে যায় পুলিশ। এদিন রাতে পুলিশি অভিযান হবে, তার আন্দাজ পাওয়া যাচ্ছিল আগেই। এরপর রাতেই করুণাময়ীতে আন্দোলনকারীদের পাশে থাকতে পৌঁছে যান বিজেপি যুব মোর্চার নেতারা৷ পৌঁছে গিয়েছিলেন বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁ, তরুণজ্যোতি তিওয়ারি, প্রিয়াঙ্কা টিব্রেওয়ালরা৷ আরও অনেক যুবনেতাও আসেন৷ এ দিকে তার অনেক আগেই আন্দোলনস্থলে পৌঁছে গিয়েছিলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বামেদের তরফে একের পর এক নেতা। ওই সময়েই, ২০১৪ সালের চাকরীপ্রার্থীদের সঙ্গে কথা বলতে দেখা যায় বিজেপির দলীয় নেতৃত্বকে৷
advertisement
আরও পড়ুন: বক্তব্য না শুনেই রায়দানের অভিযোগ, সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ টেট আন্দোলনকারীদের
পুলিশের তরফে বারবার বিক্ষোভকারীদের অনুরোধ করা হয়েছিল, করুণাময়ীর ওই জায়গা ছেড়ে যাওয়ার জন্য়। কিন্তু বিক্ষোভকারীরা নিজেদের অবস্থানে অনড় ছিলেন। টানা ৫৯ ঘণ্টা অনশন করছিলেন তাঁরা। ইতিমধ্যে কয়েকজন অসুস্থও হয়ে পড়েন। কিন্তু হাইকোর্টের নির্দেশের সূত্র ধরেই এদিন রাতে অভিযানে নামে পুলিশ। বিক্ষোভকারীদের শেষ মুহূর্তে জানানো হয়, ''দু মিনিট সময় দেওয়া হল আপনাদের, আপনারা উঠে যান। নাহলে প্রশাসন ব্যবস্থা নেবে।''
আরও পড়ুন: রাত বাড়তেই বাড়ছে উত্তাপ! দলে দলে টেট বিক্ষোভে বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা
যদিও আন্দোলনকারীরা সেই আবেদনে সাড়া দেননি। এরপরই অপারেশনে নামে পুলিশ। টেনে হিঁচড়ে গাড়িতে তোলা হয় আন্দোলনকারীদের। সেই সময়ই কয়েকজন আন্দোলনকারী শুয়ে পড়েন গাড়ির নীচে। যদিও পুলিশ তাঁদের তুলে দেয়।