আরও পড়ুন: ‘চারটে লোক এল বাড়িতে…বলল আধার কার্ড দেখান,’ দিল্লির সেই সাজিনুর, যার কথা বলেছিলেন মমতা
এ দিকে এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায়, অনেকেই ভয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসেন। একাধিক ঝুপড়িতেও আগুন লেগে যায় বলে অভিযোগ। যদিও দমকলের দাবি, এলাকার রাস্তা খুবই সরু। ফলে গাড়ি নিয়ে ঢুকতে বেগ পেতে হয় তাদের। এমনকি বেশ কিছুটা এলাকা পাইপ টেনে নিয়ে এসে কাজ করতে হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানাচ্ছেন, বুধবার দুপুরে ধাপা এলাকার ওই কারখানার গোডাউনে প্রথমে আগুন লাগে। ওই গোডাউনে অনেক প্লাস্টিকজাত দ্রব্য মজুত ছিল। সেই থেকে আগুন ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে।
advertisement
আরও পড়ুন: তোলপাড় করা আবহাওয়া…শিগগির বাড়ি ঢুকুন! ধেয়ে আসছে প্রবল ঝোড়ো হাওয়া, মুষলধারে বৃষ্টি…
তবে সময়মতো দমকল না-আসায় আগুন বেশি ছড়িয়ে পড়েছে বলে দাবি স্থানীয়দের। দমকল সূত্রে খবর, খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় চারটি ইঞ্জিন। বেলা ৩ টের কিছু পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা। তবে আগুন নজরে আসার পর প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজ শুরু করেন। স্থানীয় এক পুকুর থেকে জল তুলে দেওয়া হয়। তবে, আগুনের তীব্রতা বেশি থাকায়, তা ছড়িয়ে পড়ে পাশের ঝুপড়িতে। বেশ কয়েকটি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে দাবি স্থানীয়দের।