তার কিছুক্ষণের মধ্যেই খবর মেলে, অধীর চৌধুরীর নির্দেশ পেয়ে আন্দোনলস্থলে যাচ্ছে কংগ্রেসের প্রতিনিধিদলও৷ কৌস্তভ বাগচি-সহ অনেকেই সেখানে পৌঁছে গিয়েছেন বলে খবর৷ এর আগে ২০১৪ সালের আন্দোলনকারীদের জরুরি মামলার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি৷ সেই নিয়ম মেনেই শুক্রবার সকাল দশটায় খুলবে আদালত৷ সেখানে জরুরি ভিত্তিতে মামলার শুনানি হবে৷
আরও পড়ুন: ভোট জট কাটল, আগামী বছর ফেব্রুয়ারিতেই ছাত্র সংসদ নির্বাচন মেডিক্যাল কলেজে
advertisement
আরও পড়ুন: 'কোনও বিরোধ নেই'... ! সিঙ্গুর নিয়ে দলীয় মুখপত্রে নিজেদের অবস্থান স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস
চারদিন ধরে প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতর আচার্য প্রফুল্লচন্দ্র (এপিসি) ভবনের সামনে টেট পাশ এবং প্রশিক্ষণপ্রাপ্তদের আমরণ অনশন চলছে। গত দু’ দিনে অনশন মঞ্চে অসুস্থ হয়েছেন একাধিক চাকরিপ্রার্থী। ইতিমধ্যেই অনশনের ৪৭ ঘণ্টা, ধর্নার ৬৮ ঘণ্টা পার হয়েছে। এখনও নিজেদের দাবিতে অনড় ২০১৪-র টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা। গত দু’ দিনে অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েছেন একাধিক আন্দোলনকারী। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, পদ্ধতি মেনে আবেদন ও ইন্টারভিউয়ে বসতে হবে ২০১৪-র টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের। আন্দোলনকারীদের দাবি, তাঁরা দু’-দু’বার ইন্টারভিউ দিয়েছেন, ফের ইন্টারভিউ দিতে নারাজ।