TRENDING:

'যেমন চলছে চলুক, তবে...' SSC পরীক্ষা চলাকালীন হুমকি! যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের দাবিতে অনড় সুমন বিশ্বাস

Last Updated:

সুমন বিশ্বাস সহ আন্দোলনকারী শিক্ষকরা SSC পরীক্ষায় যোগ্য প্রার্থীদের নির্ভুল তালিকা প্রকাশের দাবিতে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা দিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চুঁচুড়া: “পরীক্ষা যেমন চলছে, চলুক। তবে নির্ভুল যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে—এই দাবিতে আমরা সুপ্রিম কোর্টে যাব।” এসএসসি পরীক্ষা দিতে এসে এমন ঘোষণা দেন যোগ্য চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের মুখ সুমন বিশ্বাস।
আজ চুঁচুড়ার ঘুটিয়াবাজারের বিনোদিনী বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছেন সুমন বিশ্বাস।
আজ চুঁচুড়ার ঘুটিয়াবাজারের বিনোদিনী বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছেন সুমন বিশ্বাস।
advertisement

সুমন বিশ্বাস বলেন, “অযোগ্যদের তালিকা প্রকাশের পর যোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি। যারা যোগ্য, তাদের আবার কেন পরীক্ষায় বসতে হবে? আমরা এই প্রশ্ন উত্থাপন করেছি এবং বহুবার এসএসসি অভিযান ও আন্দোলনের মাধ্যমে এই দাবি জানিয়েছি। সুপ্রিম কোর্টের নির্দেশে আজ মাধ্যমিক স্তরের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।”

যোগ্য প্রার্থী হয়েও আবার এসএসসি পরীক্ষায় বসতে হবে! আক্ষেপ আন্দোলনকারী শিক্ষক হুমায়ুন ফিরোজের 

advertisement

সেই কবে বিএড করে বসে আছেন! অবশেষে SSC! ‘ফল প্রকাশ হবে তো?’ উৎকণ্ঠায় সোনারপুরের সাহিদা

আজ চুঁচুড়ার ঘুটিয়াবাজারের বিনোদিনী বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছেন সুমন বিশ্বাস। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে তিনি সাংবাদিকদের জানান, “এই পরীক্ষাও বাতিল হবে। এসএসসি কর্তৃপক্ষ যে তালিকা প্রকাশ করেছে, সেটা লিস্ট ওয়ান। তাতেও অযোগ্য প্রার্থী আছে। তাই এই পরীক্ষার বিরুদ্ধে মামলা হবে। আমরা এক রাতের প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিচ্ছি। যারা ‘লিস্ট ওয়ান’ বলছে, তারা নিজেরা নিজেদের চুরি ঢাকতে এই পরীক্ষা নিচ্ছে। আমরা আশা করব, সমষ্টির কথা ভেবে আর আগের মতো কিছু হবে না।”

advertisement

তাঁর দাবি, “পরীক্ষা যেমন চলছে, চলুক। তবে আমরা সুস্পষ্ট, নির্ভুল যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের দাবিতে সুপ্রিম কোর্টে যাব।”

বাংলা খবর/ খবর/কলকাতা/
'যেমন চলছে চলুক, তবে...' SSC পরীক্ষা চলাকালীন হুমকি! যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের দাবিতে অনড় সুমন বিশ্বাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল