যা শখ আছে মিটিয়ে নিন! আর ৫ বছর পর ‘মানবজাতি’ নাও থাকতে পারে! গুগলের AGI যা বলছে…শিউরে উঠবেন!
১২ জন ডিসি পদমর্যাদার আধিকারিক, ২২ জন এসিপি এবং একাধিক ইন্সপেক্টর গোটা জমায়েতকে ভাগ করে পর্যবেক্ষণ করছেন। মোতায়ন করা হয়েছে মহিলা পুলিশ, কাঁদানে গ্যাস ও RAF। বিভিন্ন মোড়ে বসানো হয়েছে পুলিশের নজরদারি ক্যামেরা, যাতে বহিরাগত কেউ মিছিলে প্ররোচনা দিয়ে বিশৃঙ্খলা না ছড়াতে পারে। আকাশপথেও নজরদারির জন্য ব্যবহার করা হবে ড্রোন।
advertisement
কানে জমে আছে হলুদ ‘ময়লা’? খোঁচাবেন না…! এই ৫ ঘরোয়া উপায়ে চুম্বকের মতো বেরিয়ে আসবে ‘ইয়ার ওয়াক্স’!
পুলিশের অনুমান, প্রায় আট হাজার মানুষ এই জমায়েতে অংশ নিতে পারেন। মেট্রো স্টেশনগুলোতেও বাড়তি নজরদারি চালানো হচ্ছে।
এই তৎপরতার মূল কারণ, এসএসসি দুর্নীতিকাণ্ডে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হওয়া। ২০১৬ সালের গোটা নিয়োগপ্যানেল বাতিল করেছে সর্বোচ্চ আদালত। এই ঘটনায় তোলপাড় রাজ্য-রাজনীতি।
চাকরি ফেরতের দাবিতে শুক্রবার দুপুর ১২টায় স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) দফতর অভিযান করবেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। সল্টলেকের করুণামী চত্বরে জমায়েত শুরু হবে, সেখান থেকে পদযাত্রা করে যাওয়া হবে এসএসসি দফতরের দিকে। এই জমায়েত ঘিরেই তৈরি হয়েছে উত্তেজনা, তাই সল্টলেককে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তার চাদরে।