TRENDING:

পথে নামছেন চাকরিহারা শিক্ষকরা, সল্টলেক জুড়ে মোতায়ন ১২০০ পুলিশ, বাড়তি নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা!

Last Updated:

SSC Teachers Protest Rally: বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে মোতায়ন করা হয়েছে প্রায় ১২০০ পুলিশকর্মী। বাড়তি ফোর্স আনা হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও বারুইপুর পুলিশ ডিভিশন থেকেও। গোটা এলাকার উপর কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা:  সল্টলেক জুড়ে বাড়তি সতর্কতা গ্রহণ করেছে বিধাননগর পুলিশ। সম্ভাব্য বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে মোতায়ন করা হয়েছে প্রায় ১২০০ পুলিশকর্মী। বাড়তি ফোর্স আনা হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও বারুইপুর পুলিশ ডিভিশন থেকেও। গোটা এলাকার উপর কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
২ জন ডিসি পদমর্যাদার আধিকারিক, ২২ জন এসিপি এবং একাধিক ইন্সপেক্টর গোটা জমায়েতকে ভাগ করে পর্যবেক্ষণ করছেন। মোতায়ন করা হয়েছে মহিলা পুলিশ, কাঁদানে গ্যাস ও RAF। বিভিন্ন মোড়ে বসানো হয়েছে পুলিশের নজরদারি ক্যামেরা, যাতে বহিরাগত কেউ মিছিলে প্ররোচনা দিয়ে বিশৃঙ্খলা না ছড়াতে পারে। আকাশপথেও নজরদারির জন্য ব্যবহার করা হবে ড্রোন।
২ জন ডিসি পদমর্যাদার আধিকারিক, ২২ জন এসিপি এবং একাধিক ইন্সপেক্টর গোটা জমায়েতকে ভাগ করে পর্যবেক্ষণ করছেন। মোতায়ন করা হয়েছে মহিলা পুলিশ, কাঁদানে গ্যাস ও RAF। বিভিন্ন মোড়ে বসানো হয়েছে পুলিশের নজরদারি ক্যামেরা, যাতে বহিরাগত কেউ মিছিলে প্ররোচনা দিয়ে বিশৃঙ্খলা না ছড়াতে পারে। আকাশপথেও নজরদারির জন্য ব্যবহার করা হবে ড্রোন।
advertisement

ট্রেনের কামরায় আসছিল অদ্ভুত গন্ধ, GRP তাদের কুকুরকে বলল, ‘সিটের নীচে কী আছে রে গুলাব?’ কুকুরটি যা পেল…! খেল খতম

যা শখ আছে মিটিয়ে নিন! আর ৫ বছর পর ‘মানবজাতি’ নাও থাকতে পারে! গুগলের AGI যা বলছে…শিউরে উঠবেন!

১২ জন ডিসি পদমর্যাদার আধিকারিক, ২২ জন এসিপি এবং একাধিক ইন্সপেক্টর গোটা জমায়েতকে ভাগ করে পর্যবেক্ষণ করছেন। মোতায়ন করা হয়েছে মহিলা পুলিশ, কাঁদানে গ্যাস ও RAF। বিভিন্ন মোড়ে বসানো হয়েছে পুলিশের নজরদারি ক্যামেরা, যাতে বহিরাগত কেউ মিছিলে প্ররোচনা দিয়ে বিশৃঙ্খলা না ছড়াতে পারে। আকাশপথেও নজরদারির জন্য ব্যবহার করা হবে ড্রোন।

advertisement

কানে জমে আছে হলুদ ‘ময়লা’? খোঁচাবেন না…! এই ৫ ঘরোয়া উপায়ে চুম্বকের মতো বেরিয়ে আসবে ‘ইয়ার ওয়াক্স’!

পুলিশের অনুমান, প্রায় আট হাজার মানুষ এই জমায়েতে অংশ নিতে পারেন। মেট্রো স্টেশনগুলোতেও বাড়তি নজরদারি চালানো হচ্ছে।

এই তৎপরতার মূল কারণ, এসএসসি দুর্নীতিকাণ্ডে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হওয়া। ২০১৬ সালের গোটা নিয়োগপ্যানেল বাতিল করেছে সর্বোচ্চ আদালত। এই ঘটনায় তোলপাড় রাজ্য-রাজনীতি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

চাকরি ফেরতের দাবিতে শুক্রবার দুপুর ১২টায় স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) দফতর অভিযান করবেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। সল্টলেকের করুণামী চত্বরে জমায়েত শুরু হবে, সেখান থেকে পদযাত্রা করে যাওয়া হবে এসএসসি দফতরের দিকে। এই জমায়েত ঘিরেই তৈরি হয়েছে উত্তেজনা, তাই সল্টলেককে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তার চাদরে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
পথে নামছেন চাকরিহারা শিক্ষকরা, সল্টলেক জুড়ে মোতায়ন ১২০০ পুলিশ, বাড়তি নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল