শিক্ষক নিয়োগের জন্য নয়া বিধিতে ওএমআর শিট সংরক্ষণের নিয়ম হিসেবে দু’বছর সংরক্ষণ করার প্রস্তাব দেয় এসএসসি। এই প্রস্তাবের সঙ্গে একমত নয় রাজ্য। দুই বছরের বদলে দশ বছর সংরক্ষণ করে রাখার পক্ষপাতী রাজ্য।
advertisement
প্রধান শিক্ষক নিয়োগের বিধি নিয়েও তেমনটাই মত রাজ্যের বলে স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর। প্রধান শিক্ষকের পাশাপাশি নবম-দশম, একাদশ-দ্বাদশ নিয়োগের ক্ষেত্রেও একই নিয়ম চায় রাজ্য।সাম্প্রতিক সময়ে একের পর এক শিক্ষক নিয়োগের বিতর্কে ওএমআর শিট সংরক্ষণ এর সময়সীমা নিয়ে প্রশ্ন ওঠার পরই এই নিয়ম তৈরি করতে চায় রাজ্য।
আরও পড়ুন: ‘বয়স’ অনুযায়ী দিনে কতটা ‘ঘুমানো’ উচিত…? ‘সঠিক’ হিসেব জানতে মিলিয়ে নিন স্লিপ চার্ট
প্রসঙ্গত, ২০১৬ সালে এসএসসি-র শিক্ষক নিয়োগের পরীক্ষার নিয়মে কিছুটা বদল দেখা গিয়েছিল। সেই সময়ে প্রথম বারের জন্য পরীক্ষা ব্যবস্থায় ওএমআর শিট ব্যবহার করা হয় । তখন থেকেই এই নিয়ম চালু রয়েছে যে, ওএমআর শিট সংরক্ষণ থাকবে এক বছর পর্যন্ত । শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ওএমআর শিট নিয়ে বিতর্ক তৈরি হতেই এবার সংরক্ষণের নিয়ম বদল করতে চাইছে রাজ্য সরকার।