TRENDING:

সুদীপ প্রার্থী হলে প্রচারে থাকবেন না, শুনবেন না মমতার অনুরোধও! এবার বিদ্রোহী তাপস

Last Updated:

এই প্রথম নয়, এর আগেও সুদীপের বিরুদ্ধে সরব হয়েছিলেন তাপস৷ সাংসদ এবং বিধায়কের প্রকাশ্য সংঘাত নিয়ে সেই সময়ও অস্বস্তিতে পড়ে তৃণমূল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূলের অন্দরে অস্বস্তি বেড়েই চলেছে৷ কুণাল ঘোষের পর এবার কলকাতা উত্তরের সাংসদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন বিধায়ক তাপস রায়৷ স্পষ্ট জানিয়ে দিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফের কলকাতা উত্তর কেন্দ্রে প্রার্থী করলে তিনি প্রচারে নামবেন না৷ এমন কি, খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেও তিনি নিজের সিদ্ধান্ত বদল করবেন না বলে জানিয়ে দিয়েছেন বরানগরের তৃণমূল বিধায়ক৷
কুণালের পর এবার সুদীপকে নিয়ে বিদ্রোহী তাপসের৷
কুণালের পর এবার সুদীপকে নিয়ে বিদ্রোহী তাপসের৷
advertisement

প্রসঙ্গত, গতকালই দলের অন্দরে সরব হন কুণাল৷ প্রথমে দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন তিনি৷ এর পর কলকাতা উত্তরের সাংসদের বিরুদ্ধে সরব হন কুণাল৷ সুদীপের সঙ্গে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগাযোগ নিয়ে অভিযোগ তোলেন তিনি৷

আরও পড়ুন: তৃণমূল ছেড়ে এবার অন্য দলে কুণাল ঘোষ? শোরগোল পড়তেই সব স্পষ্ট করে দিলেন তৃণমূল নেতা

advertisement

কুণালকে সমর্থন করে তাপস রায় বলেছেন, ‘সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দল যদি ফের প্রার্থী করে আমি অন্তত প্রচারে থাকব না৷ এমন কি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আমাকে অনুরোধ করলেও আমার অবস্থান বদলাবে না৷’ তাপসের আরও অভিযোগ করেন, সারা বছর সাংসদ হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কোনও প্রয়োজনেই পান না তাঁর লোকসভা কেন্দ্রের বাসিন্দারা৷ ভোটের চার মাস আগে থেকে তিনি সক্রিয় হন বলেও অভিযোগ করেন তাপস৷

advertisement

তবে এই প্রথম নয়, এর আগেও সুদীপের বিরুদ্ধে সরব হয়েছিলেন তাপস৷ সাংসদ এবং বিধায়কের প্রকাশ্য সংঘাত নিয়ে সেই সময়ও অস্বস্তিতে পড়ে তৃণমূল৷ তখন তাপসের মানভঞ্জনের জন্য কুণালকেই দূত হিসেবে তাঁর বাড়িতে পাঠিয়েছিল তৃণমূল নেতৃত্ব৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তাপস রায় বরানগরের বিধায়ক হলেও তিনি বউবাজার এলাকার দীর্ঘদিনের বাসিন্দা৷ ওই এলাকায় তাঁর রাজনৈতিক প্রভাবও যথেষ্ট৷ সেই সূত্রেই এলাকার সাংসদ হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সংঘাত৷ তৃণমূলের প্রার্থী তালিকায় শেষ পর্যন্ত কলকাতা উত্তর কেন্দ্রের জন্য কার নাম থাকে, সেটাই এখন দেখার৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
সুদীপ প্রার্থী হলে প্রচারে থাকবেন না, শুনবেন না মমতার অনুরোধও! এবার বিদ্রোহী তাপস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল