গত সোমবার শিয়ালদহ আদালতে বিচারকের সামনে গোপন জবানবন্দি দেন ট্যাংরা-কাণ্ডে অভিযুক্ত প্রসূন দে। দ্বিতীয় বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট শিবাশিস দে-র ঘরে গোপন জবানবন্দি দেন তিনি। এন আর এস থেকে ছাড়া পাওয়ার পরে ট্যাংরা থানা গ্রেফতার করে প্রসূনকে।
advertisement
গত মাসেই এম বাইপাসে মেট্রোর স্তম্ভে ধাক্কা মারে দে পরিবারের গাড়ি। জখম হন প্রণয় দে, তাঁর ভাই প্রসূন এবং প্রণয়ের নাবালক ছেলে। তদন্তে নেমে ট্যাংরায় দে পরিবারের বাড়ি থেকে সুদেষ্ণা, রোমি ও প্রিয়ম্বদার দেহ উদ্ধার করে পুলিশ। বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় দে বাড়ির তিন সদস্যকে। সেখান থেকে তাঁদের আনা হয় এন আর এস হাসপাতালে।
আরও পড়ুন: শরীর হবে ঠান্ডা ঠান্ডা কুল কুল, দই দিয়ে বানানো এই পদ খেলেই কমবে ওজন-ত্বক চকচকে! রইল সহজ রেসিপি
পুলিশ জানিয়েছে, স্ত্রী রোমি, বৌদি সুদেষ্ণা ও নিজের নাবালিকা মেয়ে প্রিয়ম্বদাকে খুনের কথা স্বীকার করেছেন প্রসূন। এর আগে শিয়ালদহের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কোর্টে আইনি সহায়তার আইনজীবী কবিতা সরকার জানিয়েছিলেন, প্রসূন আর বাঁচতে চান না। প্রসূনও আদালতে জানান, তিনি আইনজীবী রাখবেন না। ম্যাজিস্ট্রেটের সামনে দোষ কবুল করবেন। সেই আর্জি মঞ্জুর করে বিচারক অরিজিৎ মণ্ডল প্রসূনকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠান।
অমিত সরকার