TRENDING:

পুজোর আগেই সুখবর, ষষ্ঠীর আগে খুলে যাচ্ছে টালা ব্রিজ

Last Updated:

পুজো মিটলেই পণ্যবাহী গাড়ি চলবে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: খুলে যাচ্ছে টালা সেতু। ষষ্ঠীর আগেই খুলে যাচ্ছে এই ব্রিজ। শনিবার বিধানসভায় ফিরহাদ হাকিমের ঘরে, পূর্ত মন্ত্রী পুলক রায়-সহ দফতরের আধিকারিকরা এই নিয়ে বৈঠক করেন। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ২৯ তারিখ এই সেতু খুলে দেওয়া হবে। সেতু দিয়ে প্রথম সাত দিন চলবে ছোট গাড়ি। তারপর চলবে বড় বা পণ্যবাহী গাড়ি। এই বিষয়ে খড়গপুর আইআইটি-র সাহায্য নেওয়া হচ্ছে।
পুজোর আগেই সুখবর, ষষ্ঠীর আগে খুলে যাচ্ছে টালা ব্রিজ
পুজোর আগেই সুখবর, ষষ্ঠীর আগে খুলে যাচ্ছে টালা ব্রিজ
advertisement

২০১৮ সালের ৪ সেপ্টেম্বর মাঝেরহাট সেতু বিপর্যয়ের পর রাজ্যের সব সেতুর স্বাস্থ্য পরীক্ষা শুরু করার কাজে হাত দেয় রাজ্য সরকার। সেই সময় টালা সেতুরও স্বাস্থ্য পরীক্ষা করা হয়।সেতুর স্বাস্থ্য পরীক্ষার পর বিশেষজ্ঞরা পূর্ত দফতরকে জানায়, সেতুটি অনেক পুরনো হয়ে গিয়েছে। সেতুর গায়ে একাধিক জায়গায় ফাটল দেখা দিয়েছে। তাই ভেঙে নতুন সেতু তৈরি করার প্রস্তাব দেন তাঁরা।

advertisement

আরও পড়ুন- ভয়াবহ গ্যাস বেলুন বিস্ফোরণ, আগুনে দগ্ধ 'মিরাক্কেল'-এর জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি

মুম্বইয়ের সেতু বিশেষজ্ঞ ভি কে রায়না পুরনো সেতু ভেঙে নতুন সেতু নির্মাণে জোর দেন। এরপরই ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ব্রিজ ভাঙার কাজ শুরু হয়। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে কাজ শেষ হওয়ার টার্গেট থাকলেও করোনার জন্য অনেক কাজ পিছিয়ে যায়। সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই উদ্বোধন হতে চলেছে এই সেতু! এলাকার প্রশাসনিক কর্তারাও এই সেতুর কাজ দ্রুত শেষ হয় খুশি। প্রায় ৮০০ মিটার লম্বা নতুন টালা রেলওভার ব্রিজের  ২৪০ মিটার পুরোপুরি রেলপথের উপরে রয়েছে।এই অংশে কোনও স্তম্ভ বা পিলার নেই। টোটালটাই কেবল স্টেড। অ্যাপ্রোচ রোডে মোট বারোটি স্তম্ভ বা পিলার রয়েছে। সিথি, বরানগর ডানলপ-সহ কলকাতার শহরতলী এলাকা থেকে উত্তর কলকাতার শ্যামবাজারে ঢোকার পথ প্রশস্ত হবে। ১৯৬২ সালে উত্তর কলকাতা ও শহরতলীর মধ্যে সংযোগ রক্ষাকারী টালা ব্রিজের উদ্বোধন হয়। ৫০ বছরে ব্রিজের হাল বেহাল। রিপোর্ট জমা দেন মুম্বই সেতু বিশেষজ্ঞ ভি কে রায়না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

২০১৯ সালের পুজোর আগে পুরনো টালা ব্রিজের যান চলাচলও নিয়ন্ত্রণ করা হয় এবং ভারী যান চলাচল সম্পূর্ণ বন্ধ করা হয়। ২০২০ সালের পয়লা ফেব্রুয়ারি থেকে টালা ব্রিজে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। ২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকে ভাঙার কাজও শুরু হয়। ২০২০ সালের মার্চ মাসে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। লকডাউন পর্বেও টালা ব্রিজ ভাঙার কাজ চলতে থাকে। চলতি মাসের শেষ সপ্তাহেই নতুন ভাবে তৈরি টালা ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
পুজোর আগেই সুখবর, ষষ্ঠীর আগে খুলে যাচ্ছে টালা ব্রিজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল