TRENDING:

Fund Of Tab Missing: ট্যাবের টাকা কোথায় গেল? কলকাতা পুলিশ কী তদন্ত করেছিল? রিপোর্ট চাইল নবান্ন!

Last Updated:

Tab Fund: ২০২২ এর তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য কি উঠে এসেছিল? কী ভাবে টাকা গায়েবের ঘটনা ঘটছিল? কলকাতা পুলিশ কী তদন্ত করেছিল? তার বিস্তারিত রিপোর্ট চাইলেন নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা:  ট্যাবের টাকা গায়েবের ঘটনায় নয়া তথ্য। ২০২২ সালেও একই ঘটনা ঘটেছিল। অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশ দু’জনকে গ্রেফতারও করেছিল। উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার করা হয়েছিল দু’জনকে। পরে তারা জামিনে ছাড়া পায়। ২০২২ সালের ঘটনার যাবতীয় রিপোর্ট চাওয়া হল কলকাতা পুলিশের থেকে। নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকরা চাইলেন সেই রিপোর্ট কলকাতা পুলিশের থেকে।
ট্যাবের টাকা কোথায় গেল? কলকাতা পুলিশ কী তদন্ত করেছিল? রিপোর্ট চাইল নবান্ন!
ট্যাবের টাকা কোথায় গেল? কলকাতা পুলিশ কী তদন্ত করেছিল? রিপোর্ট চাইল নবান্ন!
advertisement

২০২২ এর তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য কি উঠে এসেছিল? কী ভাবে টাকা গায়েবের ঘটনা ঘটছিল? কলকাতা পুলিশ কী তদন্ত করেছিল? তার বিস্তারিত রিপোর্ট চাইলেন নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকরা। ইতিমধ্যেই গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-বাড়িতে বাথরুম আর টয়লেট পাশাপাশি? দাম্পত্য কলহ, বেকারত্ব পিছু ছাড়বে না! কী উপায়? জেনে নিন

advertisement

কিছু দিন আগেই ট্যাবের টাকা গায়েব নিয়ে হইচই হচ্ছিল। পূর্ব বর্ধমানের পড়ুয়াদের জন্য পাঠানো ট্যাবের টাকা নাকি চলে গিয়েছিল উত্তর দিনাজপুরের কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এখনও পর্যন্ত পূর্ব বর্ধমানের ৫২২ জন পড়ুয়া ট্যাবের টাকা পাননি। সে নিয়ে তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে খবর। সব মিলিয়ে চাপানউতোর চলছে জেলা প্রশাসনের অন্দরে।

রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা এককালীন দশ হাজার টাকা পান ট্যাব কেনার জন্য। পুজোর ছুটির আগেই রাজ্যের স্কুলগুলি নির্দিষ্ট পোর্টালে আবেদন জানিয়েছে। কিন্তু দিন কয়েক আগে ‘অদ্ভুত’ ঘটনা ঘটে পূর্ব বর্ধমান সিএমএস হাই স্কুলে। চলতি বছরে ওই স্কুলের ৪১২ জন পড়ুয়ার জন্য ট্যাবের টাকার আবেদন করা হয় বলে জানান প্রধানশিক্ষক মিন্টু রায়। কিন্তু ২৮ জন পড়ুয়া জানান, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ঢোকেনি। খোঁজ নিয়ে স্কুল কর্তৃপক্ষই জানতে পারেন অভিযোগ সঠিক। ঘটনাক্রমে শিক্ষা দফতর এবং সাইবার থানায় অভিযোগ জানানো হয়।

advertisement

আরও পড়ুন- কত পা হাঁটলে ১ কিলোমিটারের সমান হাঁটা হয়? এই অঙ্ক জানলে সহজ হবে জীবন! রোজ হাঁটবেন, সুস্থ থাকবেন

সেরা ভিডিও

আরও দেখুন
বিপ্লবীরা এখানে তৈরি করতেন স্বাধীনতার রণনীতি, আজ সেই মন্দিরই ভক্তিপীঠ, মা কালীর অর্চনা হয়
আরও দেখুন

প্রধানশিক্ষক বলেন, ‘‘গত ২১ এবং ২২ অক্টোবর, দু’দিন ফোন করে স্কুলের ১৭ জন পড়ুয়া জানায় আমাদের জানিয়েছে যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাবের ১০ হাজার টাকা ঢোকে নি। স্কুলের পক্ষ থেকে গোটা বিষয়টি জানানো হয় ডিআই, অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা) এবং ডিপিওকে। ডিআইয়ের পরামর্শে সাইবার থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে।’’ পাশাপাশি স্কুলের পক্ষ থেকে মোট ২৮ জন পড়ুয়াকে ব্যাঙ্কে গিয়ে খোঁজখবর নিতে বলা হয়েছিল। ব্যাঙ্কে গিয়ে পড়ুয়ারা জানতে পারেন, তাঁদের ট্যাবের টাকা অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে গিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Fund Of Tab Missing: ট্যাবের টাকা কোথায় গেল? কলকাতা পুলিশ কী তদন্ত করেছিল? রিপোর্ট চাইল নবান্ন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল