TRENDING:

'আপনার ছেলে ভাল আছে...', ফোন কেড়ে কেন বলেছিল সৌরভ? কী 'লুকোনোর' চেষ্টা? উত্তর খুঁজতে মরিয়া পুলিশ

Last Updated:

Swapnadip Kundu JU Death: যাদবপুর কাণ্ডে গ্রেফতার প্রাক্তনী সৌরভ চৌধুরীর জেরায় একের পর এক অসঙ্গতি ও পুলিশকে বিভ্রান্ত করার অভিযোগ উঠে আসছে। আর তাতেই ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। পুলিশ সূত্রে খবর, স্বপ্নদ্বীপকে তাঁর মায়ের সঙ্গে কথা শেষ করতেই দেয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে যাদবপুরের ছাত্র স্বপ্নদ্বীপের মৃত্যু তদন্তে। যাদবপুর কাণ্ডে গ্রেফতার প্রাক্তনী সৌরভ চৌধুরীর জেরায় একের পর এক অসঙ্গতি ও পুলিশকে বিভ্রান্ত করার অভিযোগ উঠে আসছে। আর তাতেই ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য।
'ভাল' ছিল স্বপ্নদীপ?
'ভাল' ছিল স্বপ্নদীপ?
advertisement

পুলিশ সূত্রে খবর, স্বপ্নদ্বীপকে তাঁর মায়ের সঙ্গে কথা শেষ করতেই দেয়নি ‘প্রাক্তনী দাদা’ সৌরভ! আর তাঁরই মুহুর্মুহু বয়ান বদল ঘিরে বাড়ছে রহস্য।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদ্বীপ কুন্ডুর মৃত্যু কাণ্ডে গ্রেফতার সৌরভের পুলিশি জেরায় উঠে আসছে একাধিক অসঙ্গতি। জেরা পর্বে সৌরভ বার বার বয়ান বদল করে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে বলেও অভিযোগ পুলিশের।

advertisement

আরও পড়ুন : ‘তোর হস্টেলের বাবা কে…?’ প্রথম বর্ষের অভিজ্ঞতা শেয়ার করে গায়ে কাঁটা দেওয়া পোস্ট ছাত্রের!

আরও পড়ুন : ‘নেড়া ছাদে নগ্ন শরীরে…’ প্রাক্তনীদের ‘বিস্ফোরক’ ইঙ্গিত! স্বপ্নদীপের ‘মৃত্যু’ ঘিরে তোলপাড় বাংলা

পুলিশি তদন্তে জানা যাচ্ছে, “স্বপ্নদীপের কাছ থেকে ফোন কেড়ে নিয়েছিল সৌরভ, অন্যের ফোন ব্যবহার করে মায়ের সঙ্গে কথা বলতে চাইছিল স্বপ্নদীপ। মায়ের সঙ্গে কথা বলার সময়ই আচমকা ফোন কেড়ে নিয়ে সৌরভ স্বপ্নদীপের মাকে বলেছিল, ‘আপনার ছেলে ভাল আছে।’ প্রশ্ন উঠছে সত্যিই কি ভাল ছিলেন স্বপ্নদীপ? নাকি ‘বড়’ সত্যি আড়াল করতেই কেড়ে নেওয়া হয়েছিল ফোন? উত্তর খুঁজছে পুলিশ।

advertisement

আরও পড়ুন : জলের রঙ কী….? ‘বিশুদ্ধ’ পানীয় জল ঠিক কী রঙের হয় বলুন তো? এই রইল উত্তর!

সেরা ভিডিও

আরও দেখুন
দক্ষিণাকালীর আর্বিভাব দিবসে দোহালিয়া কালীবাড়িতে বিশেষ আয়োজন! উপচে পড়ছে ভক্তদের ভিড়
আরও দেখুন

পাশাপাশি, ওইদিন স্বপ্নদীপের কোনও ভিডিও তৈরি হয়েছিল কি না, আবাসিকদের মোবাইল খতিয়ে দেখা হচ্ছে। সৌরভের মতো ২০ জন প্রাক্তনী আবাসিক হিসেবে থাকেন ওই হস্টেলে। তাদের যোগ পাওয়া গেলে ডাকা হতে পারে আরও অনেককেই। এমনটাই ইঙ্গিত পুলিশ সূত্রে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
'আপনার ছেলে ভাল আছে...', ফোন কেড়ে কেন বলেছিল সৌরভ? কী 'লুকোনোর' চেষ্টা? উত্তর খুঁজতে মরিয়া পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল