TRENDING:

Suvendu Adhikary: 'ভয় পেয়েছে, তাই চিঠি দিয়েছে', প্রধানমন্ত্রীকে ৯ বিরোধী নেতার পাঠানো চিঠি প্রসঙ্গে তোপ শুভেন্দুর

Last Updated:

প্রধানমন্ত্রীকে চাপে রাখতেই কী এই চিঠি? উঠছে প্রশ্ন। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: 'ভয় পেয়ে চিঠি দিয়েছে। ওই চিঠির কোনও মূল্য নেই।' কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের অভিযোগ তুলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ৯ জন বিরোধী নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যে চিঠি দিয়েছেন, সেই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমনই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
advertisement

এদিন বিজেপি নেতা বলেন, "একদিকে দুর্নীতির প্রশ্নে মণীশ সিসোদিয়ার জন্য আম আদমি পার্টি ভয় পেয়ে রয়েছে, অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আত্মীয়-স্বজনের জন্য আতঙ্কিত। তাই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, প্রধানমন্ত্রীকে চাপে রাখতে বিরোধীরা যে চিঠি দিয়েছেন, তার কাছে মোদীজি নতি স্বীকার করবেন না।"

আরও পড়ুন: জ্বর, সর্দিকাশিতে হুহু করে বাড়ছে শিশুমৃত্যু! বাড়ানো হল বি সি রায়ের PICU বেডের সংখ্যা

advertisement

প্রসঙ্গত, কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের অভিযোগ তুলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ  ৯ জন  বিরোধী নেতা চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। উল্লেখযোগ্য ভাবে এই চিঠিতে স্বাক্ষর নেই কংগ্রেসের কোনও নেতার। কংগ্রেস ছাড়া অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের  শীর্ষ নেতাদের স্বাক্ষরিত প্রধানমন্ত্রীকে এই চিঠি ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে বিরোধী জোটের এক অন্য সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করা হচ্ছে।

advertisement

চিঠিতে বলা হয়েছে, বিরোধী রাজনৈতিক দলের নেতাদের হেনস্থা করতেই সিবিআই, ইডি-র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের ব্যবহার করা হচ্ছে। কিন্তু দুর্নীতিতে অভিযুক্ত রাজনীতিক যাঁরা পরবর্তীতে বিজেপি-তে যোগ দিয়েছেন তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকেও নিশানা করা হয়েছে বিরোধীদের দেওয়া চিঠিতে।

আরও পড়ুন: কেষ্টকে দিল্লি নিয়ে যাবে কে! দিনভর পুলিশ-ইডি টানাপড়েন, সোমবার আদালতে ফয়সলা

advertisement

চিঠিতে রাজ্যপালের অফিসের বিরুদ্ধে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের কাজে হস্তক্ষেপের অভিযোগও করা হয়েছে। বলা হয়েছে যে রাজ্যপালরা কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্রমবর্ধমান বিভেদ সৃষ্টি করছেন। বিরোধী নেতারা দাবি করেছেন, কেন্দ্রীয় সংস্থাগুলির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। পাশাপাশি, এ নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন তাঁরা।

দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার গ্রেফতারি নিয়ে রাজনৈতিক টানাপড়েনের মধ্যেই কংগ্রেস ছাড়া অন্য বিরোধী দলগুলির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠানো যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও এ রাজ্যের বিরোধী দল বিজেপি তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, "ওঁরা আতঙ্কিত, ভয় পেয়েই প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ভেঙ্কটেশ্বর লাহিড়ী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikary: 'ভয় পেয়েছে, তাই চিঠি দিয়েছে', প্রধানমন্ত্রীকে ৯ বিরোধী নেতার পাঠানো চিঠি প্রসঙ্গে তোপ শুভেন্দুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল