গতকালের ঘটনা নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট জমা পড়ে গিয়েছে নবান্নতে।বুধবার নবান্নতে সরাসরি চলে আসেন শুভেন্দু অধিকারী। গোটা ঘটনায় কয়েকজন পুলিশকর্মীর গাফিলতির উল্লেখ রয়েছে রিপোর্টে।
এরপরই আজ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে নবান্নকে। মুখ্যমন্ত্রীর প্রবেশদ্বারে রয়েছেন কলকাতা পুলিশের একাধিক সার্জেন্ট। অন্যান্য গেটেও নজরদারি বাড়ানো হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে যে, আগে থেকে এন্ট্রি না থাকলে কোনও গাড়ি নবান্নয় ঢুকবে না।
advertisement
জানা গিয়েছে, এবার থেকে নবান্নের গেট গুলিতে বাড়তি সতর্কতা কলকাতা পুলিশের। গাড়ি ঢোকা ও বেরনোর উপর কড়া নজরদারি পুলিশের।
আজ সকালেই কলকাতা পুলিশ কমিশনার নবান্নের দায়িত্বরত পুলিশ আধিকারিকদের সঙ্গে এক প্রস্থ বৈঠক করেন। গেট দিয়ে কোন গাড়ি ঢুকছে, কী কারণে ঢোকা হচ্ছে তার বিস্তারিত তথ্য জানতে চায় কলকাতা পুলিশ।
আরও পড়ুন: সাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত! হঠাৎই বদলে গেল গতিপথ…বড়দিনে বড়সড় ভোলবদলের আশঙ্কা আবহাওয়ার
নবান্ন আসার পথে বিভিন্ন গাড়ির গতিবিধির উপরও নজরে রাখছে কলকাতা পুলিশ। মুখ্যমন্ত্রীর প্রবেশপথেও গতকালের পরে আজ বাড়তি পুলিশি নিরাপত্তা রয়েছে। আজ থেকে মুখ্যমন্ত্রীর প্রবেশপথে বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যা।