TRENDING:

‘‘চন্দ্রিমা ভট্টাচার্যকে কাঁথিতে জিতিয়েছি আমি...’’ দাবি শুভেন্দুর, ‘‘উনি দলের নির্দেশে কাজ করেছেন...’’, পাল্টা চন্দ্রিমা

Last Updated:

পারস্পরিক কটাক্ষে অব্যাহত রাজনৈতিক চর্চা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: চন্দ্রিমা ভট্টাচার্যকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ পাল্টা আক্রমণের রাস্তায় হাঁটলেন তৃণমূল কংগ্রেস নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও।
চন্দ্রিমা ভট্টাচার্যকে কাঁথিতে জিতিয়েছি আমি...দাবি শুভেন্দুর, যা বললেন চন্দ্রিমা
চন্দ্রিমা ভট্টাচার্যকে কাঁথিতে জিতিয়েছি আমি...দাবি শুভেন্দুর, যা বললেন চন্দ্রিমা
advertisement

চন্দ্রিমা ভট্টাচার্যকে ‘হেরো এমএলএ’ বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী! সমবায়ের নিয়োগ দুর্নীতি ইস্যুতে নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। নন্দীগ্রামে তারই উত্তরে শুভেন্দু অধিকারী বলেন- আনার নামটা করতে বলুন না। উনি তো আমার জন্যই হেরো এম এল এ থেকে পরে মন্ত্রী হয়েছিলেন।’’

পালটা চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ‘‘উনি মহান কি কাজ করেছেন? উনি তো তখন দলে ছিলেন। দলে থেকে, দলকে ব্যবহার করে মন্ত্রী, সাংসদ সবই তো হয়েছিলেন। উনি আমাকে জিতিয়ে দেবেন এতবড় ক্ষমতা হয়নি এখনও। মানুষ আমাকে জিতিয়েছেন ৷ মানুষ আমাকে জিতিয়েছিল। নিজের এত বড় হামবড়াইটা ভাল নয়। আর উনি মনে রাখুন, আমি যেখানে হেরে গিয়েছিলাম আমি ফিরে এসে আবার সেখান থেকে জিতেছি। কাঁথির মানুষ আমায় জিতিয়েছিলেন। আবার উত্তর দমদমের মানুষ আমায় জিতিয়েছেন।

advertisement

আরও পড়ুন-মিস ওয়ার্ল্ডেই এখন ফোকাস, তবে সুযোগ পেলে বলিউডেও কাজ করতে আগ্রহী মিস ইন্ডিয়া সিনি শেঠি

সেরা ভিডিও

আরও দেখুন
ঘন কুয়াশার সুযোগে দুষ্কৃতীদের গা ঢাকা দেওয়ার দিন শেষ! সীমান্তে পুলিশের বড় পদক্ষেপ
আরও দেখুন

শুভেন্দু অধিকারী বলেছিলেন- ‘‘২০১৬ সালে ঘাড়ধাক্কা মেরে দমদমের মানুষ ওকে হারিয়ে সিপিএমের তন্ময় ভট্টাচার্যকে জিতিয়েছিল। আমার হাত পা ধরেই কাঁথিতে এসেছিল। কাঁথিতে যে ঘরটায় ছিল তার ভাড়াটাও আমি দিতাম। হেরোকে জিতিয়ে পাঠিয়েছিলাম বলেই পরে মন্ত্রী হয়েছিলেন। উনি একটা পতাকাও সাথে করে আনেননি।’’ এর জবাব দিতে গিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ‘‘উনি দলকে ভাঙিয়ে নিজের অনেক কিছু তৈরি করেছেন। এই কথা মনে রাখবেন। আর পতাকা! উনি তো পতাকার মানেই বোঝেন না। আমি তো পতাকা নিয়েই এসেছি। আমি পতাকা নিয়েই মানুষের কাছে পৌঁছে গিয়েছি। উনি পতাকার হের ফের করেন। আমরা পতাকার হের ফের করিনা। নিজেরটা গোছাতে কোন পতাকার তলায় যাবেন একেক সময়, ওই ধরণের বুদ্ধি করে যারা চলেন না তারা দীর্ঘ দিন টেকে না। দল ওনাকে দায়িত্ব দিয়েছিল। দলনেত্রী ওনাকে দায়িত্ব দিয়েছিল তাই উনি কাজ করেছেন। দলনেত্রী ওনাকে যে পদ দিয়েছিল সেগুলো মনে রাখুন৷ আমাকে পতাকা চেনাবেন না।’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘‘চন্দ্রিমা ভট্টাচার্যকে কাঁথিতে জিতিয়েছি আমি...’’ দাবি শুভেন্দুর, ‘‘উনি দলের নির্দেশে কাজ করেছেন...’’, পাল্টা চন্দ্রিমা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল