TRENDING:

'সিআইডি মমতা-অভিষেকের দারোয়ান'! দেবযানীর মায়ের চিঠি নিয়ে বিস্ফোরক শুভেন্দু

Last Updated:

Sarada Scam: দেবযানীর মায়ের অভিযোগ, গত ২৩ অগাস্ট জেলে গিয়ে সিআইডি দেবযানীকে চাপ দিয়ে এই কথা বলতে বলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সারদা কাণ্ড নিয়ে ফের তোলপাড় বাংলা। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে চিঠি দিলেন সারদা কাণ্ডে জেলে থাকা দেবযানী মুখোপাধ্যায়ের মা শর্বরী মুখোপাধ্যায়। দেবযানীর মায়ের সিআইডি-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। মেয়েকে জেলে গিয়ে সিআইডি চাপ দিচ্ছে, যাতে দেবযানী বলেন, সারদা থেকে টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী ও সুজন চক্রবর্তী। নাম বলার জন্য চাপ দিচ্ছে। সিবিআই-কে চিঠি দিয়েছেন জেলবন্দি দেবযানী মুখোপাধ্যায়ের মা। আর এরপরই ফুঁসে উঠেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ট্যুইট করে ওই চিঠি তুলে ধরে শুভেন্দু লিখেছেন, ''সিআইডি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দারোয়ানে পরিণত হয়েছে।'' অপরদিকে, সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ''শূন্য সিপিএমকে এত ভয়? তৃণমূল কংগ্রেস পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে।''
ফুঁসে উঠলেন শুভেন্দু
ফুঁসে উঠলেন শুভেন্দু
advertisement

দেবযানীর মায়ের অভিযোগ, গত ২৩ অগাস্ট জেলে গিয়ে সিআইডি দেবযানীকে চাপ দিয়ে এই কথা বলতে বলে। সিআইডি-র কথা মতো দেবযানী এমন কথা না বললে তাঁকে আরও বেশ কয়েকটি মামলায় ফাঁসানো হবে বলেও দাবি করেছেন দেবযানীর মা। এ বিষয়ে সিবিআই-এর তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি।

প্রসঙ্গত, এর আগে সিবিআই-কে সারদা কর্তা সুদীপ্ত সেন চিঠি লিখে জানিয়েছিলেন, শুভেন্দু অধিকারীকে তিনি নিজে কোটি-কোটি টাকা দিয়েছেন। যা নিয়ে আক্রমণ শানিয়েছে তৃণমূল। যদিও এ বিষয়ে শুভেন্দু পুরো বিষয়টিকেই রাজনৈতিক প্ল্যান বলে অভিযোগ করেছেন। এবার দেবযানীর মায়ের চিঠি সেই বিতর্ককে আরও উসকে দিল।

advertisement

আরও পড়ুন: রাজনীতি থেকে অবসর নেবেন মদন মিত্র? তৃণমূল বিধায়কের মন্তব্যে তোলপাড় বাংলা

বাংলায় চলা সবকটি মামলা থেকে অব্যাহতি পেলেও, আলিপুর মহিলা সংশোধনাগারেই রয়েছেন সারদার এক সময়ের সেকেন্ড ইন কম্যান্ড। কারণ, সারদা আর্থিক কেলেঙ্কারি মামলায় ওড়িশা, ঝাড়খণ্ডে দেবযানী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। বাড়ি ফিরতে হলে দেবযানীকে ওই সব মামলাতেও জামিন পেতে হবে।

advertisement

আরও পড়ুন: 'সিবিআই তদন্তে খুশি নই', কোন ঘটনায়? ফের বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২০১৩ সালের ২৩ এপ্রিল কাশ্মীরের সোনমার্গ থেকে ধরা পড়েন সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়।সেই থেকে তাঁরা জেলে আছেন। সারদাকাণ্ডে সুদীপ্ত সেনের বিরুদ্ধে রাজ্যের বহু থানায় অভিযোগ হয়। বেশ কিছু মামলা থেকে সারদাকর্তা জামিন পেলেও, এখনও চলছে বেশ কিছু মামলা। সারদা গ্রুপ অফ কোম্পানিজের উচ্চ পদস্থ কর্মচারী ছিলেন দেবযানী। তিনি বর্তমানে আলিপুর সংশোধনাগারে রয়েছেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
'সিআইডি মমতা-অভিষেকের দারোয়ান'! দেবযানীর মায়ের চিঠি নিয়ে বিস্ফোরক শুভেন্দু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল